shono
Advertisement

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন কবীর সুমন, নথিপত্র সই করার ছবি পোস্ট সংগীতশিল্পীর

পুজোর ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর সুমন।
Posted: 04:30 PM Sep 23, 2021Updated: 04:30 PM Sep 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন সংগীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। বুধবার এই সংক্রান্ত সমস্ত নথিপত্রে সই করে ফেললেন কবীর সুমন। সই করা পত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ারও করলেন শিল্পী।

Advertisement

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন কবীর সুমন। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চাতেও মেতে উঠছেন গানওয়ালা। নতুন নতুন রাগ নিয়ে কাজ করছেন তিনি। কয়েকমাস আগে কবীর সুমন ফেসবুকে অভিযোগ করেছিলেন, তাঁর সৃষ্ট রাগ ‘আহীর বৈরাগী’ অন্য় এক ব্যক্তি চুরি করেছিলেন। তা নিয়ে লম্বা পোস্টও করেছিলেন তিনি। 

[আরও পড়ুন: Madan Mitra Biopic: রয়্যাল এনফিল্ডে চড়ে দাবাং স্টাইলে রাজকীয় এন্ট্রি, বায়োপিকে চমক মদন মিত্রর ]

কবীর সুমন লিখেছিলেন, বছরখানেক আগে ‘আহীর বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেছিলেন তিনি। ফেসবুকে তা জানিয়েওছিলেন। সে সময় সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তি যোগাযোগ করেন সুমনের সঙ্গে। ওই রাগটি বাজানোর অনুমতি চান। কবীর সুমন অনুমতিও দেন তাঁকে। রাগটি তুলে নিয়ে তা তবলায় সুমনকে বাজিয়ে শুনিয়েছিলেন সুভদ্রকল্যাণ। তারপরই বাঁধে বিপত্তি। ‘গানওয়ালা’র অভিযোগ, ওই ব্যক্তি এখন বলে বেড়াচ্ছেন ‘আহীর বৈরাগী’ রাগটি নাকি তাঁরই সৃষ্টি। সুমন এও জানিয়েছেন, আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেছেন ওই ব্যাক্তি।

পুজোতে মুক্তি পেতে চলেছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন কবীর সুমন।

‘আহীর বৈরাগী’ রাগ নিয়ে জুলাই মাসে এই পোস্টটি করেছিলেন কবীর সুমন।

[আরও পড়ুন: রাজা হলে কীভাবে চালাতেন রাজত্ব? একান্ত সাক্ষাৎকারে অকপট ‘হবুচন্দ্র রাজা’ শাশ্বত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement