Advertisement

ঘরোয়া পোশাকে অনুরাগীদের শারদ শুভেচ্ছা শ্রীলেখার, এবারের পুজোয় সাজবেন না অভিনেত্রী!

03:04 PM Oct 11, 2021 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শ্রীলেখা মিত্রর কাছে এবারের পুজোটা খুব মন খারাপের। সদ্য বাবাকে হারিয়েছেন তিনি। সেই শোক থেকে বের হওয়া সত্যিই কঠিন অভিনেত্রীর কাছে। সোশ্যাল মিডিয়ায় বার বার তিনি লিখেছেন তাঁর কাছে বাবা ছিলেন ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড। তাই তো গোটা দিন বাবাকে নিয়ে স্মৃতিতে ডুবে আছেন শ্রীলেখা। গোটা শহর যেখানে পুজোর সাজে সেজে উঠেছে, অভিনেত্রীর মন জুড়ে বিষাদ। তাই তো অনুরাগীদের ঘরোয়া পোশাকেই শারদীয়ার শুভেচ্ছা জানালেন শ্রীলেখা। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘পুজোর সাজে ছবি দিতে না পারার জন্য দঃখিত। হয়তো পারব পরে, নাও পারতে পারি। তবুও সবাইকে জানাই শুভ শারদীয়া।’

Advertisement

সম্প্রতি মেয়ের আবদারে পুজোর শপিংয়েও বেরিয়ে ছিলেন শ্রীলেখা। ফেসবুকে ছবি দিয়ে মেয়ের আবাদারের কথাও লিখেছিলেন। শ্রীলেখার সেই পুরনো ছবি দেখে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখছিলেন, ‘ক্রাশ ছিল যে এটাই !’ নেটিজেনের এই মন্তব্যে শ্রীলেখা আবার লিখলেন, ‘এখন আর নেই, দুঃখ পেলাম।’ অনেকে আবার লিখলেন, ‘তুমিই একমাত্র সুন্দর।’ অনেকে আবার শ্রীলেখার শুধু রূপ নয়, অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। শ্রীলেখার ছবি দেখে এক নেটিজেন লিখলেন, ‘উফফ, হৃদস্পদন বন্ধ হয়ে গেল তো!’

[আরও পড়ুন: ‘বিয়ে একটা পবিত্র প্রথা’, ডিভোর্স নিয়ে টানাপোড়েনের মাঝেই স্ত্রীর সঙ্গে মীমাংসার ইঙ্গিত নোবেলের]

বাবাকে হারানোর পর শ্রীলেখা তাঁর ফেসবুকে বারবার নানা স্মৃতির কথা লিখেছেন। যেমন, সম্প্রতি শ্রীলেখা এমনই এক স্মৃতির কথা তুলে ধরেছিলেন তাঁর ফেসবুকে। যেখানে বাবাকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার গল্প শুনিয়েছেন শ্রীলেখা। তাঁর বাবার খুব ইচ্ছে ছিল পুরনো ভিটেমাটিকে ঘুরে আসার, সেই ইচ্ছেপূরণের গল্পই শোনালেন শ্রীলেখা। ফেসবুকে অভিনেত্রী লিখলেন, ‘বাবার মুখে বাংলাদেশ মাদারিপুরের ঘটমাঝি গ্রাম, জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পুজো, মিত্তিদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান। অসংখ্য মানুষদের মতো দেশভাগের শিকার আমরাও। সে গল্প না হয় আরেকদিন হবে।’ শ্রীলেখার এই পোস্টে উঠে এসেছিল বাবার সঙ্গে বাংলাদেশ সফর ও ইচ্ছেপূরণের গল্প। 

[আরও পড়ুন: Nusrat Jahan-Yash Dasgupta: সোশ্যাল মিডিয়াতেই যশকে ‘স্বামী’ হিসেবে স্বীকার নুসরতের!]

Advertisement
Next