shono
Advertisement

সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য, পুলিশের দ্বারস্থ স্বরা ভাস্কর

'কোনওভাবেই মেনে নেওয়া যায় না', মন্তব্য করেন অভিনেত্রী।
Posted: 03:17 PM Oct 11, 2021Updated: 03:18 PM Oct 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত অশালীন মন্তব্য। দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন স্বরা ভাস্কর (Swara Bhasker)।  দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। অভিযুক্তদের মধ্যে একজন ইউটিউবার। অন্যজন টুইটারের মাধ্যমে অভিনেত্রীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। 

Advertisement

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বরা।  বিভিন্ন বিষয়ে টুইট করেন তিনি। এর জন্য বিভিন্ন সময় সমালোচিত হতে হয় অভিনেত্রীকে। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের পালা চলতে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর জবাবও দেন অভিনেত্রী। তবে এবারে সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন: ঘরোয়া পোশাকে অনুরাগীদের শারদ শুভেচ্ছা শ্রীলেখার, এবারের পুজোয় সাজবেন না অভিনেত্রী!

শোনা গিয়েছে, স্বরার অভিনয় করা একটি দৃশ্যের উল্লেখ করে এই ধরনের মন্তব্য করা হয়েছে। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘ভীরে দি ওয়েডিং’। ছবিতে সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন স্বরা। একটি দৃশ্যে তাঁর চরিত্রকে হস্তমৈথুন করতে দেখা গিয়েছিল। তা নিয়ে সেই সময় বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছিল। ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। পরবর্তীকালেও নানা বিষয়ে এ প্রসঙ্গ তুলে অভিনেত্রীকে কটূক্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, এক্ষেত্রেও সেই দৃশ্য ব্যবহার করা হয়েছে। 

এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় স্বরা লেখেন, “আমি একা নই।  পাবলিক প্ল্যাটফর্মে জোরাল কণ্ঠে কোনও নারী কথা বললেই হেনস্তা ও ভারচুয়াল যৌন নিগ্রহ তাঁর রোজনামচা হয়ে ওঠে… আর একাট কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”

এর আগে শাহরুখ খানের ছেলে আরিয়ানের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় স্বরা লেখেন, “মন্ত্রীর ছেলে ইচ্ছাকৃতভাবে ৪ জন মানুষকে খুন করে (ভিডিওতেই ধরা পড়েছে) বাড়িতে আরাম করছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক সেবনের দায়ে জেলে।  আপেক্ষিকভাবে ভারতবর্ষে মাদক সেবনের চাইতে খুন করা লঘু বিষয়।”

[আরও পড়ুন: ‘বিয়ে একটা পবিত্র প্রথা’, ডিভোর্স নিয়ে টানাপোড়েনের মাঝেই স্ত্রীর সঙ্গে মীমাংসার ইঙ্গিত নোবেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার