Advertisement

‘দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ’, মাস্ক না পরা সলমনকে অটো চালাতে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

03:47 PM Dec 30, 2021 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপে কাটার পর এখন একেবারেই সুস্থ বলিউডের ‘দাবাং’ নায়ক সলমন খান (Salman Khan)। রয়েছেন পানভেলের ফার্ম হাউজেই। এত কাণ্ড ঘটার পরও সলমন খান কিন্তু রয়েছেন পুরনো মেজাজেই। আর সেটাই যেন সলমন বুঝিয়ে দিলেন প্রকাশ্যে মুম্বইয়ের রাস্তায় অটো চালিয়ে। তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, নেটিজেনদের একাংশ কিন্তু সলমনের এই কাণ্ডে একেবারেই খুশি নন। বরং সলমনের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement

ঠিক কী ঘটেছে? ইনস্টাগ্রামের সৌজন্যে সলমনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সলমন নীল টি শার্ট, হাফ প্যান্ট, মাথায় টুপি পরে পানভেলের রাস্তায় অটো চালাচ্ছেন। বলিউড সুপারস্টারকে এভাবে দেখে স্বাভাবিকভাবে ভিড় জমে যায় রাস্তায়। নায়কের সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন অনুরাগীরা। তবে সলমনের দেহরক্ষীর কারণে সলমনের কাছে পৌঁছতে পারেননি কেউই, তবে ট্র্যাফিক আটকে যায়।

[আরও পড়ুন: ‘অন্তর্বাস দেখা যাচ্ছে তো!’ খোলামেলা পোশাক পরে ফের নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী উরফি ]

এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই সলমনকে দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করছেন। অনেকের মতে, দেশে যেভাবে ওমিক্রনের দাপট বাড়ছে, সেখানে সলমন এভাবে মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে পড়েছেন। ‘এতে অনুরাগীদের কাছে কী বার্তা যাচ্ছে?’ অনেকে আবার বলছেন, ‘নিজে আনন্দ করতে গিয়ে সলমন অন্যদের বিপাকে ফেলছেন। সলমনের এটা উচিত হয়নি।’ তবে এসব নিয়ে এখনও মন্তব্য পাওয়া যায়নি সলমনের তরফে। বিলাসবহুল গাড়ি ছেড়ে অটোয় চড়ে সলমন যেভাবে মাটির মানুষের পরিচয় দিয়েছেন, মাস্ক ব্যবহার করলে অন্তত অনুরাগীদের কাছে সঠিক বার্তা যেত বলেই মনে করছেন অনেকে।

Advertising
Advertising

২৭ ডিসেম্বর সংবাদমাধ্যমের সামনে এসে রীতিমতো অনুরাগীদের সারপ্রাইজ দিয়েছেন সলমন। সাংবাদিকদের প্রশ্নে, সলমন জানান, পর পর তাঁর তিনটে ছবির সিক্যুয়েলের কাজ শুরু হবে। যার মধ্যে রয়েছে ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েল। সলমনের কথায়, ‘আগামী বছরের মাঝখান থেকেই নো এন্ট্রি ২ ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে এক ঝাঁক নতুন মুখ দেখতে পাবে দর্শক। যার জন্য় ইতিমধ্যেই অডিশন শুরু হয়ে গিয়েছে।’

[আরও পড়ুন: বর্ষশেষের ছুটির দুনিয়ায় তারকা নিজে পাপারাৎজি ]

 

Advertisement
Next