shono
Advertisement

১৭ বছরের লিভ-ইন পার্টনারকে বিয়ে করলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক হনসল মেহতা

ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন পরিচালক।
Posted: 01:35 PM May 25, 2022Updated: 01:35 PM May 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরের লিভ-ইন সম্পর্ক। দুই মেয়েও রয়েছে। এতদিন পর বিয়ের সিদ্ধান্ত নিলেন হনসল মেহতা (Hansal Mehta)।  দীর্ঘ দিনের সঙ্গী সাফিনা হুসেনকে বিয়ে করলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।  ছবি পোস্ট করে সুখবর জানালেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

 

গুজরাটি পরিবারে জন্ম হনসল মেহতার। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও তালিম নেন তিনি। বেশ কিছুদিন বিদেশে কাজ করার পর দেশে ফেরেন হনসল। প্রথমে ছোটপর্দায় পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। ‘খানা খাজানা’ শোয়ের পাশাপাশি একাধিক হিন্দি সিরিয়ালের পরিচালক হিসেবে কাজ করেন হনসল। সিনেমার জগতে প্রবেশ করেন ‘জয়তে’ নামের ছবির মাধ্যমে। তবে সাফল্য পান রাজকুমার রায় অভিনীত ‘শহিদ’ সিনেমা পরিচালনার পর। এই ছবির জন্যই সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান হনসল। 

[আরও পড়ুন: ‘অপরাজিত’ দেখে মুগ্ধ সিআইডির ডিআইজি, কফি দিয়ে আঁকলেন নায়ক জিতুর ছবি]

এর আগেও একবার বিয়ে করেছিলেন হনসল। অল্প বয়সেই গাঁটছড়া বেঁধেছিলেন সুনিতা নামের একজনের সঙ্গে। দুই ছেলে জয় ও পল্লবের জন্ম হয়। সেই বিয়ে ভাঙার কিছু সময় পর থেকেই সফিনার (Safeena Husain) প্রেমে পড়েন হনসল। অভিনেতা ইউসুফ হুসেনের মেয়ে সফিনা। স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তাঁর। দীর্ঘ ১৭ বছর সফিনার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন হনসল। কামিয়া এবং রেহানা নামের দুই মেয়ে রয়েছে তাঁদের।

এতদিনের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হনসল ও সফিনা। সান ফ্রান্সিসকোয় আড়ম্বরহীনভাবেই বিয়ে সেরেছেন পরিচালক। হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানান হনসল। “শেষ পর্যন্ত ভালবাসা সমস্ত কিছুর থেকে প্রাধান্য পায়”, লেখেন পরিচালক।

[আরও পড়ুন: পুলিশ দেখল গুলিতে খুন পল্লবী! অভিনেত্রীর রহস্যমৃত্যুর তদন্তে স্টুডিওপাড়ায় জিজ্ঞাসাবাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement