shono
Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কমলেশ্বর মুখোপাধ্যায়, এখন কেমন আছেন পরিচালক?

শনিবার হাসপাতালে ভরতি হন কমলেশ্বর।
Posted: 08:52 PM Aug 08, 2022Updated: 08:52 PM Aug 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভরতি বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার বুকে ব্যথা নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন পরিচালক। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement

ঠিক কী হয়েছে পরিচালকের?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন পরিচালক। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তৎক্ষণাৎ তাঁর এনজিয়োগ্রাফি করা হয়। এরপরই এনজিয়োপ্লাস্টি করে দুটি স্টেন বসানো হয় পরিচালকের। এখন ভাল আছেন পরিচালক। সূত্রের খবর অনুযায়ী, বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

[আরও পড়ুন: ‘স্কুল ফি দিতে পারতেন না বাবা, পড়াশোনা করতে ভয় পেতাম’, বলতে গিয়ে কাঁদলেন আমির]

রবিনসন কাণ্ড নিয়ে একটি ডকুসিরিজ তৈরি করছেন কমলেশ্বর। আপাতত এই কাজেই ব্যস্ত ছিলেন তিনি। পরিচালক হাসপাতালে থাকলেও, এই ছবির কাজ বন্ধ হয়ে যায়নি। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এই সিরিজের ওয়ার্কিং টাইটেল ‘আই অ্যাম নো কিলার’, যা রবিনসন কাণ্ডের পার্থ দে-র বায়োগ্রাফির শেষ লাইন। প্রাথমিকভাবে বাংলায় লেখা হচ্ছে চিত্রনাট্য। তবে পরিচালকের পরিকল্পনা রয়েছে হিন্দিতে তৈরি করার। ডার্ক এনার্জি নামে এক সংস্থা এই ডকু সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছে।

[আরও পড়ুন: ‘দূরবীণ দিয়েও কিছু দেখতে পেলাম না!’ রণবীরের নগ্ন ছবি দেখে হতাশ টুইঙ্কল খান্না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement