‘১০০ কোটি টাকা চাই’, মুম্বইয়ের কনসার্টে ঘোষণা অরিজিৎ সিংয়ের

09:34 PM Dec 03, 2022 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ কোটি টাকা চাই তাঁর। কিন্তু কেন? মুম্বইয়ের কনসার্টে হাজার হাজার দর্শকদের সামনে তা জানালেন অরিজিৎ সিং (Arijit Singh)। পাশাপাশি গুরুত্বপূর্ণ ঘোষণাও করলেন জনপ্রিয় সংগীতশিল্পী।

Advertisement

 
Advertising
Advertising

জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা। এখন নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। গ্ল্যামারের অহংকার ছেড়ে জিয়াগঞ্জের ছেলে হয়েই থাকেন। তাতে তাঁর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি। তাই তো আজ কলকাতায় তাঁর শোয়ের টিকি ৫০ থেকে ৭৫ হাজার টাকায় বিকোচ্ছে। আবার পুণেতে নাকি অরিজিৎ সিংয়ের শোয়ের টিকিটের দাম ১৬ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। 

[আরও পড়ুন: সেরার সেরা! বিশ্বের ১০০টি সর্বশ্রেষ্ঠ সিনেমার মধ্যে একমাত্র ভারতীয় ছবি ‘পথের পাঁচালী’]

টাকা তাঁর প্রয়োজন। মুম্বইয়ের কনসার্টে বিপুল দর্শকের সামনে স্পষ্টভাবেই একথা জানিয়ে দিলেন অরিজিৎ সিং।  এক, দু’কোটি নয় ১০০ কোটি টাকা প্রয়োজন অরিজিৎ সিংয়ের। সেকথা জানাতে গিয়েই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। মানবসেবাকে নিজের ধর্ম হিসেবে মেনেছেন অরিজিৎ। এক্ষেত্রে তাঁর গুরু স্বামী বিবেকানন্দ। তাই মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করতে চান বলেই কনসার্টে জানালেন অরিজিৎ। 

নিজের ঘর থেকেই শুরুটা করতে চান অরিজিৎ। একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছেন তিনি। যা দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এই কাজের জন্যই অরিজিতের ১০০ কোটি টাকা প্রয়োজন। কারণ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটি সেলফ সাসটেন্ড স্কুল খুলতে চান অরিজিৎ।  যাতে প্রাইভেট স্কুলের মতো মোটা টাকা মাইনে দিতে হবে না। তবে শিক্ষার মান বেশ উন্নত হবে। যাতে সেই শিক্ষার জোরে মানুষ সাবলম্বী হতে পারে। সবসময় যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে তা নয়, অরিজিৎ চান মানুষ যেন এই চেষ্টা সৎভাবে তাঁর পাশে দাঁড়ায়।

[আরও পড়ুন: মিমি-অর্জুনের রসায়নে জমে উঠল ‘খেলা যখন’, রহস্যেই বাজিমাত পরিচালক অরিন্দমের]

Advertisement
Next