Shah Rukh Khan: বক্স অফিসে ব্যাপক সফল ‘পাঠান’, নিজেকে সিংহের সঙ্গে তুলনা শাহরুখের

09:31 PM Jan 28, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক সম্মেলন করেননি। হল ভিজিটও নৈব নৈব চ! তা সত্ত্বেও বয়কট গ্যাংয়ের নিষেধাজ্ঞা উড়িয়ে বক্স অফিসে ব্যাপক সফল ‘পাঠান’। হু হু করে বাড়ছে আয়। সাফল্যের গোপন চাবিকাঠি ঠিক কী? ‘Ask SRK’ সেশনে কিং খানকে এমনই প্রশ্ন করলেন এক অনুরাগীরা। মজার ছলে উত্তর দিলেন শাহরুখ।

Advertisement

শনিবার সন্ধেয় বেশ কিছুক্ষণের জন্য ‘Ask SRK’ সেশনে হাজির হন শাহরুখ। নানা প্রশ্নের উত্তর দেন। কিং খানকে প্রশ্ন করা হয়, কোনও প্রোমোশন ছাড়া বক্স অফিসে ‘পাঠান’ এত গর্জন করছে কীভাবে? উত্তরে কিং খান বলেন, “আমি ভাবলাম সিংহ তো কখনও সাক্ষাৎকার দিতে দেখিনি। সুতরাং আমিও এবার সাক্ষাৎকার দিইনি। জঙ্গলে এসো। সিনেমাটা দেখো।” 

Advertising
Advertising

[আরও পড়ুন: টলিউডে ‘প্রাপ্তবয়স্ক’ হতেই এবার ব্যোমকেশ দেব? অভিনেতার টুইট ঘিরে জল্পনা]

আপাতত ‘পাঠান’ জ্বরে ভুগছেন শাহরুখের অনুরাগীরা। এই আবহে কিং খানের মজাদার জবাবে স্বাভাবিকভাবেই মুগ্ধ সকলে। বয়কটের হুঁশিয়ারির পরেও ‘পাঠান’ ছবির ব্যাপক সাফল্যকে আদতে ভারতমাতার সন্তানের জয় হিসাবেও দেখছেন কিং খান। অনেকেই বলছেন, যিনি নিজে বাদশাহ, তাঁর ভাবনাচিন্তা তো এমন ব্যাপকই হবে। 

প্রসঙ্গত, পাক্কা চারবছর পর সিনেপর্দায় আগমণ। আগের ছবি জিরো বক্স অফিসে ডাহা ফেল। কিন্তু চারবছর পর পাঠান হয়ে ফিরে এসে শাহরুখ ভাঙলেন সব রেকর্ড। বক্স অফিসে ‘পাঠান’ রাজত্ব। তবে এই ছবি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে। এমনকী, প্রাণনাশের হুমকিও পেয়েছেন শাহরুখ। তবে এসব বিতর্ককে খুব একটা পাত্তা দেননি তিনি। বরং চুপটি করে ছিলেন। সব আক্রমণের জবাব দিলেন বক্স অফিস কালেকশনে। হিসেব বলছে, ছবি মুক্তির প্রথম তিনদিনের মধ্যেই গোটা বিশ্বে ৩১৩ কোটি টাকা নিজের ঘরে তুলেছে ‘পাঠান’। শত বিতর্ক থাকা সত্ত্বেও শাহরুখকে কিন্তু মুখ খুলতে দেখা যায়নি।

তবে পাঠানের দারুণ সাফল্যের পর শেষমেশ নীরবতা ভাঙলেন বলিউডের বাদশা। টুইটে শাহরুখ লিখলেন, ‘‘সাঁতরে ফিরে আসার জন্য তো কিছু বাঁচিয়ে রাখা যায় না। ফিরে আসার তো কোনও পরিকল্পনা হতে পারে না। সামনে দিকে এগিয়ে যাওয়াই যে জীবন। ফিরে আসা বা ‘কামব্যাক’ নয়, বরং চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। এক জন ৫৭ বছর বয়সের লোকের তরফ থেকে ছোট্ট উপদেশ।’’

[আরও পড়ুন: জব্দ বয়কট গ্যাং, ‘পাঠানে’র সাফল্যে শাহরুখের বাড়িতে আলিয়ার উদ্দাম নাচ, দেখুন ভিডিও]

Advertisement
Next