shono
Advertisement

করোনা কালে আদৌ কি কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজন সম্ভব? দ্বিধায় নবান্ন!

শাহরুখ-অমিতাভরা কি আসতে পারবেন?
Posted: 04:40 PM Oct 28, 2020Updated: 04:40 PM Oct 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরই নভেম্বর মাস। সিনেপ্রেমী বাঙালির মন নতুন উৎসবের প্রতীক্ষা শুরু করে দেবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff 2020)। অফিশিয়াল সাইটের হিসেব অনুযায়ী ৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা। কিন্তু করোনা (CoronaVirus) সংকটের এই আবহে আদৌ কি এবছরের উৎসবের আয়োজন করা সম্ভব? সূত্রের খবর মানলে, এ প্রশ্নের উত্তর এখনও নেই নবান্নের কাছে।  

Advertisement

এবারে উৎসবের ২৬তম বছর। নবান্ন সূত্রে খবর, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মুম্বইয়ে শাহরুখ খান (Shah Rukh Khan), অমিতাভ বচ্চন-সহ (Amitabh Bachchan) একাধিক বিশিষ্টজনের কাছে আমন্ত্রণ পৌঁছেও গিয়েছে। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য ছবির নির্বাচনের কাজও নাকি শেষ। এর আগে শোনা গিয়েছিল, এবারের উৎসবে নাকি দেশ-বিদেশের অনেক অতিথিই আসবেন না। এমনিতেই বিশ্বের নামী চলচ্চিত্র উৎসবগুলি হয় পিছিয়ে গিয়েছে, নয় ভারচুয়ালি সম্পন্ন হচ্ছে। MAMI বাতিল হয়েছে। গোয়ার উৎসব (IFFI Goa) পিছিয়ে গিয়েছে আগামী বছরের জানুয়ারিতে। পিছিয়েছে অস্কার, বাফটাও। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটু অন্য পথে হাঁটতে চেয়েছিলেন।

[আরও পড়ুন: শ্রীদেবীর অনুপ্রেরণায় বড়পর্দায় ‘নাগিন’ হচ্ছেন শ্রদ্ধা কাপুর! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা]

নভেম্বর মাসের নির্দিষ্ট দিনেই উৎসবের আয়োজন করার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশে। কিন্তু ইতিমধ্যেই করোনার (COVID-19) প্রকোপে দুর্গা পুজো (Durga Puja 2020) অনেকটাই বিবর্ণ। হাই কোর্টের নির্দেশে প্যান্ডেলে ঢোকা বারণ ছিল। প্যানডেমিক পরিস্থিতিতে মানুষও বাইরে খুব একটা বের হননি। তবে সংক্রমণের হার তাতে কমার লক্ষণ খুব একটা দেখা যায়নি। পুজোর ক’দিন আগে রাজ্যের সিনেমা হলগুলির দরজা খুললেও তাতে দর্শকসংখ্যা ছিল হাতে গোনা। একটি-দু’টি ব্যতিক্রম ছাড়া। সরকারি হল নন্দনও খুলেছে। সেখানেও দর্শক তেমন আশাব্যাঞ্জক নয়।

ফিল্ম উৎসব হওয়ার কথা শুধু সরকারি হলেই – নন্দন, রবীন্দ্রসদন, অকাকুরা ভবন, শতবার্ষিকী ভবন ইত্যাদি জায়গায়। গত নয়/দশ বছর ধরে উৎসবের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান হয়ে আসছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবারেও কি তেমনটাই হবে? টালিগঞ্জের একাংশ মনে করছে একান্তভাবে উৎসব করতে হলে এবার উদ্বোধন স্টেডিয়ামের বদলে নন্দনে করা হোক। দরকার নেই বিশাল জনসমাবেশের। কিন্তু এখনও নাকি এ বিষয়ে নবান্ন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। সবটাই নির্ভর করছে নাকি মুখ্যমন্ত্রীর ওপর। অন্যদিকে, প্রবীণ অভিনেতা তথা বাংলা সিনেমার ‘ফাদার ফিগার’ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) বিগত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেও বিশেষ উদ্বিগ্ন। উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তীও (Raj Chakraborty) দ্বিধায়। সাধারণ চলাচ্ছিত্র প্রেমিকরা চাইছেন উৎসব হোক, তবে একটু নিচু লয়ে। জাঁকজমকটুকু বাদ দিয়ে। এখন সবটাই নির্ভর করছে নবন্নর ‘উপরওয়ালা’দের উপর।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য, রয়েছেন হোম আইসোলেশনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement