shono
Advertisement

প্রথম গান রেকর্ড করলেন নচিকেতা কন্যা, পুজোয় শোনা যাবে তাঁর র‌্যাপ সং

বাবার কাছ থেকে নাকি কোনও টিপসই পাননি ধানসিঁড়ি।
Posted: 08:18 PM Sep 14, 2021Updated: 08:38 PM Sep 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ডিং শেষ। এবার মুক্তির অপেক্ষা। তবে বেশিদিন নয়। কারণ, পুজোতেই আসতে চলেছে শিল্পী নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর (Dhansiri Chakraborty) প্রথম সিঙ্গলস। এতদিন বাবার সঙ্গে এক সুরে গান গাওয়ার পর, এবার একাই রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করে ফেললেন ধানসিঁড়ি। শনিবার হয়ে গেল তাঁর প্রথম সিঙ্গলস ‘ডিজিটাল দুনিয়ার’ রেকর্ডিং। গানটি কম্পোজ করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্য়োপাধ্য়ায়।

Advertisement

প্রথম সিঙ্গলস নিয়ে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ধানসিঁড়ি। সংবাদ মাধ্যমকে ধানসিঁড়ি জানিয়েছেন, ‘আমরা সারাক্ষণ ইন্টারনেট দুনিয়ায় থাকি। সব সময়ই আমরা অনলাইন। কখনও কখনও অফলাইনটাও হওয়া দরকার। এই নিয়ে মূলত আমার এই সিঙ্গলস। এই প্রথম একা গান করছি। খুবই এক্সাইটেড।’

[আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে ‘ধাপ্পা’ দিতে কড়া ডায়েট করছেন শ্রাবন্তী! ব্যাপারটা কি?]

বাবা নচিকেতার সঙ্গে আগেও গান করেছেন ধানসিঁড়ি। মঞ্চেও পারফর্ম করেছেন। সংবাদমাধ্যমকে ধানসিঁড়ি বলেন, ‘টেনশন খুব একটা হচ্ছে না। আমার বাবাও প্রথম ব়্যাপ দিয়ে শুরু করেছিলেন। আমার সিঙ্গলসটাও ব়্যাপ ঘরানার হচ্ছে।’ সঙ্গে ধানসিঁড়ি জানালেন,বাবা খুব ভাল শ্রোতা। বাবাকে শোনানো হয়েছিল আমার গানটা। বাবা গান শুনে বলেছে ‘তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি’। বাবা এ ব্যাপারে কোনও টিপস দেননি। আমাকে আমার মতো করে গাইতে বলেছিল।’

ধানসিঁড়ি জানেন, তাঁর গান মুক্তি পেলে বাবার সঙ্গে তাঁর গানের তুলনা হবে। তবে এই নিয়ে একেবারেই চিন্তা করতে চান না তিনি। বরং ধানসিঁড়ি নিজের গানে আপাতত মন দিতে চান।

[আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে ‘ধাপ্পা’ দিতে কড়া ডায়েট করছেন শ্রাবন্তী! ব্যাপারটা কি?]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার