shono
Advertisement
Fossils

ফসিল্‌স-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলির রহস্যমৃত্যু! ভাড়াবাড়ি থেকে উদ্ধার শিল্পীর দেহ

২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ দীর্ঘ আঠেরো বছর ফসিল্‌সের সদস্য ছিলেন চন্দ্রমৌলি।
Published By: Tiyasha SarkarPosted: 11:53 PM Jan 12, 2025Updated: 11:53 PM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই সঙ্গীত জগতে দুঃসংবাদ। প্রয়াত বাংলা ব্যান্ড ফসিল্‌স-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস। রবিবার কলকাতার বাড়ি থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। কিন্তু কারণ কী? জানতে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

মৃত চন্দ্রমৌলি বিশ্বাসের বয়স ৪৮ বছর। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে থাকতেন বাবা ও মা। রবিবার তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সময়ই ঘটে অঘটন। বর্তমানে শিল্পী যে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর আগামিকাল হয়ে শেষকৃত্য। চন্দ্রমৌলির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।

উল্লেখ্য, ২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ দীর্ঘ আঠেরো বছর ফসিল্‌সের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। পরবর্তীতে নিজের দল গড়েন। বর্তমানে তিনি 'গোলকে'র সদস্য ছিলেন। তাঁর দলের এক সদস্যের কথায়, "নতুন করে দল হল, সদ্য মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। তার মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে ভাবতে পারিনি।" রবিবার সকালেও ফেসবুকের প্রোফাইল ছবি বদলেছিলেন চন্দ্রমৌলি। কী এমন ঘটল যে কয়েকঘণ্টার ব্যবধানে এই চরম সিদ্ধান্ত? উত্তর খুঁজছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের শুরুতেই সঙ্গীত জগতে দুঃসংবাদ। প্রয়াত বাংলা ব্যান্ড ফসিল্‌স-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস।
  • রবিবার কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
  • প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। কিন্তু কারণ কী? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement