shono
Advertisement

Antim Review: সলমন ম্যাজিক কি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ছবিকে উতরে দিতে পারল?

গ্যাংস্টার রাহুলকে কেন্দ্র করে আবর্তিত হয় ছবির গল্প।
Posted: 04:49 PM Nov 26, 2021Updated: 07:14 PM Jan 20, 2022

সুপর্ণা মজুমদার: কোভিড কালে মর্নিং শো। সাকুল্যে ১০ থেকে ১২ জন দর্শক প্রেক্ষাগৃহে।  শুরু হল ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ (Antim: The Final Truth)।  প্রথমে স্ক্রিনে দেখা গেল আয়ুষ শর্মাকে। রাহুল ওরফে রাহুলিয়ার কাহিনি দিয়েই সিনেমা শুরু। কয়েক মিনিট পরই যেন বড়পর্দায় বিস্ফোরণ। শিখ বেশে বিগ স্ক্রিনে সলমন খান (Salman Khan)। গুটি কয়েক দর্শকই উচ্ছ্বাসে ফেটে পড়লেন। নিজের চওড়া কাঁধে পুরো সিনেমাকে উতরে দিলেন বলিউডের সুলতান। 

Advertisement

 

মারাঠি সিনেমা ‘মুলশি প্যাটার্ন’-এর (Mulshi Pattern) রিমেক ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। তবে তাঁকে বলিউডের ধাঁচে ফেলেছেন পরিচালক মহেশ মাঞ্জরেকর (Mahesh Manjrekar)। পাশাপাশি নিজের ‘বাস্তব’ সিনেমার পরশও দিয়েছেন। ছবির গল্প শুরু হয় রাহুলের গ্রাম থেকে। যে ব্যবসায়ী তাঁদের জমি কেড়ে নিয়েছে, সেখানেই ওয়াচম্যান হিসেবে কাজ করে রাহুলের বাবা (শচীন খেদকর)।  এতে অসন্তুষ্ট রাহুল। নিত্যদিন সংসারে ঝামেলা। একদিন রাহুলের বাবার কাজ চলে যায়। রোজগারের আশায় পুরো পরিবার চলে আসে মাণ্ডিতে। সেখান থেকেই রাহুলের গ্যাংস্টার রাহুলিয়া হওয়ার সফর শুরু হয়। যার সাক্ষী পুলিশ অফিসার রাজবীর সিং। এই রাজবীর সিংয়ের চরিত্রেই রয়েছেন সলমন খান।

 

[আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: ১২০টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, একঝলকে দেখে নিন তালিকা]

কাহিনি রাহুলের হলেও তা পুরোটাই রাজবীরের দ্বারা পরিচালিত। কীভাবে? সিনেমা হলে গিয়ে দেখে নিতেই পারেন। বিশেষ করে আপনি যদি সলমন অনুরাগী হন। সলমনই এ ছবি শেষ কথা।  আয়ুষ শর্মা স্বজন বটে তবে তাঁকে পোষণ অবশ্যই করেছেন ভাইজান। শিখ পুলিশ অফিসারের চরিত্রে তিনি যেন ফের ‘দাবাং’ মুডে ছিলেন। হাতের বালা দিয়েই শত্রুদের চোখের ধুলিসাৎ করেছেন, আবার মগজাস্ত্রের জোরে গুণ্ডাদের রমরমা শেষ করেছেন। কিছু জায়গায় আয়ুষের কাজ অবশ্য খারাপ নয়। তবে বেশিরভাগ জায়গায় শুধুমাত্র ভ্রু উঁচিয়ে ডন সাজার চেষ্টা করেছেন মাত্র। শুধু সলমনের ছত্রছায়া কিংবা সিক্স প্যাক অ্যাবের ভরসায় থাকলে হবে না, অভিনয়ে তাঁকে আরও জোর দিতে হবে।

 

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিলা মাকওয়ানা (Mahima Makwana)। এ ছবিতে তাঁর সুযোগ বড় কম ছিল। কেবল রাহুলের প্রেমিকা হয়েই রয়ে গেলেন। পিটিয়ার ভূমিকায় যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta) দেখেও আশাহত হলাম। পিটিয়ার চরিত্রে তাঁর কিছুই করার ছিল না। বাঙালি দর্শক হিসেবে এমন পার্শ্ব চরিত্রে যিশুকে দেখা একটু কষ্টকর। এ ছবিতে অভিনয়ে বাজিমাত করেছেন শচীন খেদকর ও মহেশ মাঞ্জরেকর। ছোট্ট ছোট্ট সিনেই মুগ্ধ করেছেন। বিশেষ করে শেষের দৃশ্যে শচীন খেদকরে অট্টহাসির মাধ্যমে বিলাপ করার দৃশ্যটি। সবমিলিয়ে যদি বলতে হয়, এ ছবিতে ইউনিক সেলিং প্রোপোজিশন অর্থাৎ USP একজনই… সলমন খান। তিনিই বিনোদনের শেষ কথা!

  • ছবি – অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ
  • পরিচালনা – মহেশ মাঞ্জরেকর
  • অভিনয়ে – সলমন খান, আয়ুশ শর্মা, মহিমা মাকওয়ানা, মহেশ মাঞ্জরেকর, শচীন খেদকর

[আরও পড়ুন: Kolkata Municipal Election: কলকাতা পুরভোটের প্রচারবিধি বেঁধে দিল কমিশন, ঝুলেই রইল হাওড়ার ভাগ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement