shono
Advertisement

‘লাভ জেহাদ বিরোধী আইন দরকার ছিল’, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রশংসা কঙ্গনার

নতুন ছবি ‘ধক্কড়’-এর সদস্যদের নিয়ে মধ্যপ্রদেশ গিয়েছেন বলিউড অভিনেত্রী।
Posted: 01:40 PM Jan 10, 2021Updated: 01:40 PM Jan 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পরে মধ্যপ্রদেশেও পাশ হয়ে গিয়েছে ‘লাভ জেহাদ’ (Love jihad) বিরোধী আইন। এই পরিস্থিতিতে শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Chouhan) কাছে এই আইনের ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কাল তাঁর নতুন ছবি ‘ধক্কড়’-এর সদস্যদের নিয়ে সে রাজ্যে যান বলিউডের তারকা অভিনেত্রী। তখনই তাঁর সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের।

Advertisement

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘‘মনে হচ্ছি‌ল পরিবারের কোনও সদস্যের সঙ্গে দেখা হয়েছে।’’ শিবরাজের কাছে ‘লাভ জেহাদ’ বিরোধী আইনের প্রশংসা করে কঙ্গনার মত,এই ধরনের আইনের খুব প্রয়োজন ছিল। এর সাহায্যে ভুয়ো বিয়ের হাত থেকে আক্রান্তদের বাঁচানো যাবে। মধ্যপ্রদেশে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান কঙ্গনা।

[আরও পড়ুন: OMG! আচমকা কেন রাখি সাওয়ান্তের বিছানা পরিষ্কার করতে হল সলমনকে? দেখুন ভিডিও]

সদ্যই মধ্যপ্রদেশে পাশ হয়েছে ‘লাভ জেহাদ’ বিরোধী আইন। তাতে ভিনধর্মে বিয়ের নামে ধর্মান্তকরণে চাপ দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির বিধান দেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার কথা উল্লেখ রয়েছে নয়া আইনে। এদিকে ভোপালে বছর ছাব্বিশের এক যুবতীর আত্মহত্যার ঘটনায় ‘লাভ জেহাদ’-এর অভিযোগ এনেছেন পরিবারের সদস্যরা। আদিল খান নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন নুসরত-নিখিল! ভাইরাল স্ক্রিনশটে তুঙ্গে জল্পনা]

এদিন বিজেপি নেত্রী ইমারতি দেবীর সঙ্গেও দেখা করেন কঙ্গনা। প্রসঙ্গত, এই নেত্রীকেই ‘আইটেম’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস নেতা কমল নাথ। ইমারতি দেবীর সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় কঙ্গনাকে। মেয়েদের উপরে হওয়া অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার হওয়া প্রয়োজন বলে জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement