shono
Advertisement

যৌনকর্মীদের দশভুজার সঙ্গে তুলনা, সোনাগাছিতে ত্রাণ দিতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা ভাস্বরের

যৌনকর্মীদের অভিজ্ঞতা শুনে অবাক অভিনেতা।
Posted: 01:44 PM Jun 18, 2021Updated: 01:44 PM Jun 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাগাছিতে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। যৌনকর্মীদের কিছু অভিজ্ঞতা শুনে অবাক অভিনেতা। বেশ মনখারাপও হয়েছে তাঁর। সেই কথাই শেয়ার করছেন ফেসবুক পোস্টে। দুর্বারের প্রেসিডেন্ট বিশাখা লস্কর এবং সেক্রেটারি কাজল বসুর কাছ থেকে যৌনকর্মীজের করুণ অবস্থার কথা শুনেছেন ভাস্বর। কীভাবে বহু বছর ধরে আশে পাশের দুর্গাপুজোর প্যান্ডেলে গেলে তাঁদের তাড়িয়ে দেওয়া হত। যৌনকর্মীদের ছেলেমেয়েদের সমাজের জঞ্জাল বলে কটাক্ষ করা হত, তা শুনেছেন ভাস্বর। এরপরই অভিনেতা প্রশ্ন তুলেছেন, কারা এই জঞ্জালের সৃষ্টি করেছে? শুধুই কি যৌনপল্লির মেয়েরা? অভিনেতার আক্ষেপ, কিছু মানুষ এটুকুও জানেন না যে পতিতা পল্লির মাটি ছাড়া পুজো হয় না।

Advertisement

এরপরই ভাস্বর লেখেন,”অনেক কাঠখড় পুড়িয়ে আজ দিদিরা নিজেদের পুজো করেন এবং কলকাতার সমস্ত পতিতাপল্লিতে খাবার সরবরাহ করেন। মাত্র দু’টো হাত নিয়েই এরা দশভুজার কাজ করছেন, আর আপনি স্বামী-পুত্র নিয়ে সংসার করে নিজেকে সুখী ভেবে জানতেও পারছেন না কখন আপনার স্বামীরত্ন আপনারই চোখে ধুলো দিয়ে আরও কিছু দশভুজার জন্ম দিয়ে আসছে।”

[আরও পড়ুন: ‘টানা বৃষ্টিতে পর্ণশ্রী হয়েছে ভেনিস, কাজপাগল মানুষরা সব ভ্যানিশ’, কটাক্ষ অপরাজিতার]

করোনার (Corona Virus) কোপ যৌনকর্মীদের রোজগারেও পড়েছে। আর্থিক অনটনে দিন কাটছে তাঁদের। এমন পরিস্থিতিতে নিজের অপর্ণা ফাউন্ডেশনের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ভাস্বর। বলিউড তারকা সোনু সুদের (Sonu Sood) পাশাপাশি এই কাজে তাঁকে সঙ্গ দিয়েছে বাগধারার মতো স্বেচ্ছাসেবী সংস্থা। সকলের মিলিত চেষ্টায় যৌনকর্মীদের খাবার, স্যানিটাইজার-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিলি করা হয়েছে।  শিশুদের জন্য বেবি ফুডও দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই সোনাগাছিতে গিয়ে সমস্ত কিছু দিয়ে এসেছেন ভাস্বর ও তাঁর সঙ্গীরা। সেই ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন অভিনেতা।

[আরও পড়ুন: টানা বৃষ্টিতে প্লাবিত সোনারপুর, জল পেরিয়ে এলাকা পরিদর্শনে ‘জলনুপূরে’র নায়িকা লাভলি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement