shono
Advertisement

Breaking News

Shyam Sundar Co Jewellers

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে হিরের গয়না, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 'গ্লিটারিয়া' কালেকশনে বিশেষ ছাড়

হিরের গয়নার এক্সক্লুসিভ ব্র্যান্ডের কালেকশনে সেজে উঠুন আপনিও।
Published By: Sayani SenPosted: 07:19 PM Feb 02, 2025Updated: 07:19 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিরের ছটার মতো ঊজ্জ্বল হোক প্রতিটি মুহূর্ত। হিরেপ্রেমীদের কথা মাথায় রেখে নয়া প্রয়াস শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের। সংস্থার নয়া ভাবনা 'গ্লিটারিয়া - এভরি ডে ডায়মন্ডস ফর ইউ'। হিরের গয়নার এক্সক্লুসিভ ব্র্যান্ডের আত্মপ্রকাশ হয় গত শনিবার। আর সে কারণে ডি কে এস স্পোর্টস কমপ্লেক্সে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চোখধাঁধানো ফ্যাশন শো-রও আয়োজন করা হয়।

Advertisement

'শ্যাম সুন্দর কোং জুয়েলার্স' এক ঐতিহ্যবাহী গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বছরের পর বছর ধরে সুন্দর, নতুনত্ব ও অভিনব ডিজাইনার, হ্যান্ডক্র্যাফ্টেড সোনার ও হিরের এক্সক্লুসিভ গয়না তৈরি করার জন্য বিশেষভাবে পরিচিত। 'গ্লিটারিয়া' হল এই সংস্থার এক্সক্লুসিভ ব্র্যান্ডের হিরের গয়না। যা একজন নারীর প্রতিদিনের প্রতিটি মুহূর্ত ঊজ্জ্বল করে তুলবে। এই হিরের গয়নার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। প্রতিটি গয়না আইজিআই দ্বারা পরীক্ষিত। এছাড়া থাকবে লাইফটাইম এক্সচেঞ্জ আর গ্যারান্টিযুক্ত বাই-ব্যাক পলিসি। হিরের গয়না বিনিময় করলে ১০০% হিরের মূল্য ফেরত দেবে সংস্থা। এছাড়া আজীবন বিনামূল্যে পরিষ্কার ও গয়নার সার্ভিসিংয়ের সুবিধাও থাকছে। আগামী ৪-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে 'বিশেষ উদ্বোধনী অফার'। এই বিশেষ লঞ্চ অফারটি কলকাতার (গড়িয়াহাট, বেহালা আর বারাসাত) ও ত্রিপুরার (আগরতলা, উদয়পুর আর ধর্মনগর) সব শোরুমে পাওয়া যাবে। থাকছে আকর্ষণীয় ছাড়। হিরের গয়নার ক্ষেত্রে মজুরিতে ১০০ শতাংশ ছাড়। সোনার গয়নার ক্ষেত্রে ১৫ শতাংশ মজুরিতে ছাড়। প্রতিটি কেনাকাটার সঙ্গে নিশ্চিত উপহার। সেইসঙ্গে মেগা লাকি ড্রতে থাকছে ১টি হিরের নেকলেস এবং ৩টি হিরের নেকচেন।

শনিবারের সন্ধ্যায় হিরের গয়না প্রদর্শনীর আগে ফ্যাশন শো-র আয়োজন করা হয়। সেখানে সাতজন মডেল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইনার হিরের গয়না পরে র‍্যাম্প কাঁপান। ফ্যাশন শোয়ের তিনটি রাউন্ড ছিল। প্রতিটি রাউন্ড নারীদের কর্মজীবন, খেলাধূলা আর পার্টির জন্য নির্দিষ্ট করা হয়েছিল। ফ্যাশন শোয়ের শেষ পর্যায়েও ছিল চমক। মডেলদের সঙ্গে পা মিলিয়ে র‍্যাম্প কাঁপান শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা ও অর্পিতা সাহা। তাঁরাও 'গ্লিটারিয়া'র নতুন কালেকশন সকলের সামনে তুলে ধরেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুজয় ভৌমিক ও সামান্থা তাঁদের গানের সুরে ওই সন্ধ্যায় অন্য মাত্রা যোগ করেন। বিশেষ অতিথি বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার, ডিকেএসের সেক্রেটারি হিরন্ময় চট্টোপাধ্যায়।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, "প্রথমে পরীক্ষামূলকভাবে হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনের বার্ষিক প্রদর্শনী হিসেবে 'গ্লিটারিয়া'র সূচনা হয়েছিল। এরপর যেভাবে এই উদ্যোগ সকলের মনে জায়গা করে নেয় তার জন্য আমরা গ্লিটেরিয়াকে ‘এভরি ডে ডায়মন্ড জুয়েলারি' ব্র্যান্ড হিসাবে চালু করতে উৎসাহিত হই। এর উদ্দেশ্য হল, সকলের জন্য সাধ্যের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের হিরের গয়ন তৈরি করা। প্রতি মুহূর্ত হিরের গয়নার মতো যাতে ঊজ্জ্বল দ্যুতিতে ভরে যায় তা নিশ্চিত করা।" গয়না বিপণন সংস্থার অপর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, "এই বিশেষ লঞ্চ ইভেন্টের মাধ্যমে সকলের কাছে হিরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ লঞ্চ অফার আসলে হিরেপ্রেমীদের আমন্ত্রণ জানানোর পন্থা। যাতে তাঁরা শোরুমে পৌঁছে গয়না দেখেন আর এই অফারের সুবিধ পান।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যবিত্তের সাধ্যের মধ্যে হিরের গয়না।
  • শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 'গ্লিটারিয়া' কালেকশনে বিশেষ ছাড়।
  • সংস্থার নয়া ভাবনা 'গ্লিটারিয়া - এভরি ডে ডায়মন্ডস ফর ইউ'।
Advertisement