shono
Advertisement
Tan removal hacks

শীতের রোদে পুড়ছে ত্বক? সমস্যা মিটবে এই ঘরোয়া উপায়ে

আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার তন্বীর!
Published By: Sayani SenPosted: 05:12 PM Dec 06, 2025Updated: 07:27 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের রোদ গায়ে লাগলে বেশ আরামই হয়। আর তাই ছাতা ব্যবহার করেন না প্রায় কেউই। কোনও কোনও মহিলা আবার সানস্ক্রিন ব্য়বহারও করেন না। আর তার ফলে পুড়ে যায় ত্বক। আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার করেন বহু তন্বী। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কিছু ঘরোয়া কৌশল। সেগুলি ঠিক কী, জেনে নিন টিপস।

Advertisement

দই এবং বেসনের মিশ্রণে ফিরে পেতে পারেন ত্বকের পুরনো ঔজ্জ্বল্য। কীভাবে ব্য়বহার করবেন? একটি পাত্রে এক চামচ করে বেসন এবং দই মিশিয়ে নিন। তা ভালো করে মুখ, গলা, ঘাড় এবং হাত মেখে শুকিয়ে নিন। ১৫-২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিনবার এই মিশ্রণ ব্যবহার করলে ত্বকের ট্যান থেকে মুক্তি পেতে পারেন।

অ্যালোভেরা এবং মধুর মিশ্রণও আপনার কালচে ত্বককে নিমেষে দিতে পারে পুরনো রূপ। অ্যালোভেরা এবং মধু মিশিয়ে ত্বকে মাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তাতেই কেল্লাফতে।

আলুর রসও আপনার ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফেরাতে পারে। একটু আলো গ্রেট করে রস বের করে নিন। এবার তা ত্বকের কালচে দাগের উপর মাখুন। মিনিট পনেরো রেখে হালকা হাতে ঘষে নিন। স্রেফ জল দিয়ে ধুয়ে ফেলে আয়নার সামনে দাঁড়ান। তফাৎ নিজেই টের পাবেন।

দুধের সরের সঙ্গে হলুদের মিশ্রণেও ত্বকের কালচে দাগ তুলতে পারেন। এই মিশ্রণ ব্যবহার ত্বক ফিরে পারে তার হারানো আর্দ্রতাও। যা শীতের শুষ্কতা থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করবে।

দুধের সঙ্গে কেশরের মিশ্রণেও ত্বকের কালচে দাগ থেকে মুক্তি পেতে পারেন। তাতে ত্বক আরও নরম হবে। তাই দেরি না করে এই মিশ্রণটি ত্বকের কালচে দাগ তুলতে ব্যবহার করুন।

মুলতানি মাটি এবং গোলাপ একটি পাত্রে নিন। মুখ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তা ভালো করে মুখ, গলা, হাতে লাগান। তাতে আরও মোহময়ী হয়ে উঠতে পারেন আপনি।

আর অবশ্যই শীতের ত্বকের যত্ন নিতে ভুলবেন না। পরিবর্তে ভালো করে ত্বক পরিষ্কার করুন। বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। শীতকালে মানে হাজারও পার্টি, বিয়েবাড়ি থাকে। তার ফলে সাজগোজও বেশি হয়। মেকআপ না তুলে ঘুমোবেন না। তাতে ত্বকের ক্ষতি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীতের রোদ গায়ে লাগলে বেশ আরামই হয়। আর তাই ছাতা ব্যবহার করেন না প্রায় কেউই।
  • কোনও কোনও মহিলা আবার সানস্ক্রিন ব্য়বহারও করেন না। আর তার ফলে পুড়ে যায় ত্বক।
  • আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার করেন বহু তন্বী। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কিছু ঘরোয়া কৌশল।
Advertisement