shono
Advertisement
Hair care

হাত নয়, চুলের গোড়া পরিষ্কারে টুথব্রাশেই লুকিয়ে ম্যাজিক

টুথব্রাশ বাছার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন?
Published By: Sayani SenPosted: 06:02 PM Jan 18, 2025Updated: 06:02 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একঢাল ঘন কালো চুল কোন মহিলাই বা পছন্দ করেন না। তবে তা সত্ত্বেও অনেকে চুল পড়ার সমস্যায় জেরবার। কীভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন, সে ভাবনাচিন্তায় কার্যত দিশাহারা তাঁরা। চুলের গোড়ার উপর নির্ভর করে তার স্বাস্থ্য। চুলের গোড়া পরিষ্কারের জন্য শ্যাম্পু ছাড়া গতি নেই। হাত দিয়েই মূলত শ্যাম্পু করি আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাঁদের দাবি, হাত নয়। শ্যাম্পু করার ধরন বদল করলেই নাকি কেল্লাফতে। সেক্ষেত্রে হাতের বদলে ম্যাজিক দেখাতে পারে টুথব্রাশ।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, গোড়ায় ময়লা থাকলে চুল পড়ার সমস্যা সবচেয়ে বেশি হয়। তার উপর আবার খুসকির থাকলে তো আর কথাই নেই। চুলের গোড়া বেশি তৈলাক্ত হলেও তা সমস্যার কারণ। তাই তড়িঘড়ি চুলের ত্বককে পরিষ্কার রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে টুথব্রাশ ব্যবহার করতেই পারেন। কিন্তু সঠিক টুথব্রাশ ব্যবহার করতে পারলে হতে পারে হিতে বিপরীত। জেনে নিন টুথব্রাশ চুলের গোড়া পরিষ্কারে ব্যবহার করলে, কী কী মাথায় রাখতে হবে।

  • অবশ্যই খেয়াল রাখতে হবে, টুথব্রাশ ব্রেসেলসগুলি বেশি শক্ত না হয়। সবচেয়ে ভালো হবে যদি বাচ্চাদের ব্যবহারে উপযুক্ত টুথব্রাশ ব্যবহার করা হয়।
  • প্রতিবার ব্যবহারের আগে টুথব্রাশ ভালো করে ধুয়ে নিন।
  • এবার ভালো শ্যাম্পু নিন। টুথব্রাশে শ্যাম্পু লাগিয়ে তা চুলের গোড়ায় নরম হাতে খসুন
  • সপ্তাহে একবারের বেশি টুথব্রাশ দিয়ে চুলের গোড়া পরিষ্কার না করাই ভালো। নইলে সমস্যা আরও বাড়তে পারে।
  • তবে টুথব্রাশ দিয়ে চুলের গোড়া পরিষ্কারের পর যদি দেখেন মসৃণভাব উধাও হয়ে গিয়েছে, তবে এই পন্থা আর না নেওয়াই উচিত।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাত দিয়েই মূলত শ্যাম্পু করি আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।
  • তাঁদের দাবি, হাত নয়। শ্যাম্পু করার ধরন বদল করলেই নাকি কেল্লাফতে।
  • সেক্ষেত্রে হাতের বদলে ম্যাজিক দেখাতে পারে টুথব্রাশ।
Advertisement