সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাফাঁপরে রিঙ্কু সিং! একবার নয়, দু'বার নয়, তিন-তিনবার তাঁর কাছে টাকা চেয়ে ফোন গেল। নেহাৎ ছোটখাটো অঙ্কের অর্থ নয়। দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি গ্যাংয়ের নাম ব্যবহার করে রিঙ্কুর কাছ থেকে ৫ কোটি পণ দাবি করা হয়। তবে, অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনবার রিঙ্কুকে ফোন করেছিল মহম্মদ নাভিদ ও মহম্মদ দিলশাদ। তারা আন্ডারওয়ার্ল্ড ডন ডি-কোম্পানির সদস্য হিসেবে পরিচয় দেয়। রিঙ্কুর যে প্রোমোশনাল টিম, সেখানে ফোন গিয়েছিল তাদের। এরপর অভিযোগ দায়ের হয়।
এরপর অভিযুক্তদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়। রেড কর্নার নোটিশও ইস্যু হয় তাদের বিরুদ্ধে। এরপর দু'জনকে ত্রিনিদাদ থেকে গ্রেপ্তার করা হয়। আগস্টে ভারতের হাতে তাদের তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, নাভিদ ৫ এপ্রিল রিঙ্কুকে মেসেজ করে লিখেছিল, 'রিঙ্কু স্যর, আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আপনি কেকেআরের হয়ে খেলছেন বলে খুব খুশি। আপনি একদিন কেরিয়ারের শীর্ষে পৌঁছাবেন। একটাই অনুরোধ, যদি আপনি আর্থিকভাবে কিছু সাহায্য করতে পারেন, তাহলে আল্লাহ আপনার মঙ্গল করবেন।'
এখানেই শেষ নয়। আরও দু'টো মেসেজ পাঠানো হয়েছিল ৯ এবং ২০ এপ্রিল। ৯ তারিখ সরাসরি লেখা হয়, 'আমি ৫ কোটি টাকা চাই। সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।' ২০ তারিখ লেখা হয়, 'রিমাইন্ডার! ডি-কোম্পানি।' পুলিশি জেরার মুখে তারা স্বীকার করে নিয়েছে, সে রিঙ্কু সিংয়ের কাছে টাকা চেয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উল্লেখ্য, প্রয়াত এনসিপি নেতা বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকির কাছে ১০ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।
