shono
Advertisement
IFA Shield

মানবিক আইএফএ, শিল্ড ফাইনালের টিকিটের এক অংশ যাবে দুর্যোগ-কবলিত উত্তরবঙ্গে

এবার শিল্ড ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
Published By: Prasenjit DuttaPosted: 01:54 PM Oct 12, 2025Updated: 01:58 PM Oct 12, 2025

স্টাফ রিপোর্টার: আইএফএ শিল্ড এখনও একটা করে ম্যাচ বাকি দুই প্রধানেরই। তবে প্রথম ম্যাচে দু’দলের যা পারফরম্যান্স, তাতে ১৮ অক্টোবর শিল্ড ফাইনালে ডার্বি হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। মরশুমের তৃতীয় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হচ্ছে ধরে নিয়ে শনিবার ফাইনালের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আইএফএ। শিল্ড ফাইনালের টিকিটের এক অংশ যাবে দুর্যোগ-কবলিত উত্তরবঙ্গে। এবার শিল্ড ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Advertisement

শেষ কয়েক বছরে ভারতীয় ফুটবলে যে কোনও প্রতিযোগিতায় গ্রুপ পর্বেই ডার্বি করাটা যেন প্রথা হয়ে উঠেছিল। তবে এবার শিল্ডে দুই প্রধানকে দুই গ্রুপে রাখে আইএফএ। গ্রুপের বাকি দলগুলিকে দেখে স্পষ্ট হয়েই গিয়েছিল যে ফাইনালে ডার্বি হবে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে হারিয়েছে। সেই শ্রীনিধির বিরুদ্ধে শনিবার ৩-০ গোলে জিতেছে নামধারী এফসি। ফলে গ্রুপের শেষ ম্যাচে নামধারীর সঙ্গে ড্র করলেই ফাইনালে চলে যাবে লাল-হলুদ। দিন দু'য়ের বিশ্রাম নেওয়ার পর শনিবার থেকে ফের অনুশীলনে নেমেছে ইস্টবেঙ্গল।

শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন বিদেশি হিরোশি ইবুসুকি। প্রথমদিন পুরোদমেই অনুশীলন করেছেন এই জাপানি ফরোয়ার্ড। মোহনবাগান আবার অভিযান শুরু করেছে গোকুলাম কেরালার বিরুদ্ধে ৫-১ গোলে জিতে। সেই ম্যাচে সবুজ-মেরুনের যা পারফরম্যান্স, তাতে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জিততে সমস্যা হওয়ার কথা নয় তাদের। সেই সম্ভাবনাকে মাথায় নিয়েই শিল্ড ফাইনালের টিকিট বিক্রি শুরু করল আইএফএ। শিল্ডের গ্রুপ পর্বের কোনও ম্যাচে অবশ্য প্রবেশ মূল্য রাখা হয়নি।

কলকাতা লিগের ডার্বির মতো আইএফএ শিল্ড ফাইনালের টিকিটও পুরোপুরি অনলাইনে বিক্রি হবে। তবে এবার ডিস্ট্রিক্ট অ্যাপে কাটার পর টিকিট ‘রিডিম’ করতে হবে দুই প্রধানের তাঁবু ও যুবভারতীর কাউন্টার থেকে। টিকিটের ন্যূনতম মূল্য রাখা হয়েছে একশো টাকা। সর্বোচ্চ দাম ভিভিআইপি বক্সের টিকিটের, পনেরো হাজার টাকা। ফাইনালের টিকিট বিক্রির একটা অংশ উত্তরবঙ্গের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে দান করার পরিকল্পনা নিয়েছে আইএফএ। সূত্রের খবর, মূলত ভিভিআইপি বক্সের টিকিটের মূল্য থেকে জিএসটি এবং হ্যান্ডলিং চার্জ বাদ দিয়ে যে অর্থ থাকবে, তা দান করা হবে। পাশাপাশি ফাইনালের দিন স্টেডিয়ামে বিশেষ কাউন্টার করার পরিকল্পনাও রয়েছে আইএফএ'র। দু’দলের সমর্থকরা সেখানে খাবার দান করতে পারবেন। কাউন্টারে পাওয়া খাবারও পাঠানো হবে দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ম্যাচে দু’দলের যা পারফরম্যান্স, তাতে ১৮ অক্টোবর শিল্ড ফাইনালে ডার্বি হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
  • মরশুমের তৃতীয় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হচ্ছে ধরে নিয়ে ফাইনালের টিকিট বিক্রি শুরু করে দিল আইএফএ।
  • শিল্ড ফাইনালের টিকিটের এক অংশ যাবে দুর্যোগ-কবলিত উত্তরবঙ্গে।
Advertisement