shono
Advertisement
Bhawanipore Club

তরুণ প্রতিভা তুলে আনতে নয়া উদ্যোগ, বিনামূল্যে আবাসিক ফুটবল অ্যাকাডেমি ভবানীপুরের

এই অ্যাকাডেমিকে টেকনিক্যালি সহায়তা করছে লা লিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়া।
Published By: Anwesha AdhikaryPosted: 01:43 PM Jan 26, 2025Updated: 01:43 PM Jan 26, 2025

স্টাফ রিপোর্টার: দেশের তরুণ ফুটবল প্রতিভা তুলে আনতে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক অ্যাকাডেমির সূচনা করল ভবানীপুর এফসি প্রোইন্ডিয়া। মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সঙ্গে যৌথভাবে এই অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। এই অ্যাকাডেমিকে টেকনিক্যালি সহায়তা করছে লা লিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়া।

Advertisement

এপ্রসঙ্গে ভবানীপুর এফসির কর্ণধার সৃঞ্জয় বোস জানান, সম্পূর্ণ নিখরচায় এই প্রকল্প চালানো হবে। যাতে তরুণ ফুটবলারদের পরিবারের উপর কোনওরকম আর্থিক বোঝা না পড়ে। তারা শুধু ফুটবলেই মনঃসংযোগ করে। অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫-এর প্রতিটি বিভাগ থেকে পঁচিশজন করে ফুটবলার বাছবে অ্যাকাডেমি। ভারতে লা লিগা অ্যাকাডেমি অফ স্কুলসের টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসালের তত্ত্বাবধানে এই নির্বাচিত ফুটবলাররা অনুশীলন করবে। ভবানীপুরের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

উল্লেখ্য, চলতি মাসে ভবানীপুর ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় সন্তোষজয়ী বাংলা দলকে। পুরস্কার হিসাবে দলের হাতে তুলে দেওয়া হয় ৩ লক্ষ টাকা। প্রসঙ্গত, ভবানীপুর ক্লাবে খেলা মোট ৫ জন ফুটবলার ছিলেন সন্তোষজয়ী দলে। মদন মান্ডি, বাসুদেব মান্ডি, রবিলাল মান্ডি, বিক্রম প্রধান-সকলেই খেলেছেন ভবানীপুরের জার্সিতে। সন্তোষজয়ীদের সংবর্ধনা মঞ্চ থেকেই টুটু বোস ঘোষণা করেছিলেন, তরুণ প্রতিভা তুলে আনতে নতুন অ্যাকাডেমি গড়ে তোলা হবে। কয়েকদিনের মধ্যেই বিনামূল্যে অ্যাকাডেমির সূচনা করল ভবানীপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভবানীপুর এফসির কর্ণধার সৃঞ্জয় বোস জানান, সম্পূর্ণ নিখরচায় এই প্রকল্প চালানো হবে। যাতে তরুণ ফুটবলারদের পরিবারের উপর কোনওরকম আর্থিক বোঝা না পড়ে।
  • ভারতে লা লিগা অ্যাকাডেমি অফ স্কুলসের টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসালের তত্ত্বাবধানে এই নির্বাচিত ফুটবলাররা অনুশীলন করবে।
  • চলতি মাসে ভবানীপুর ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় সন্তোষজয়ী বাংলা দলকে। পুরস্কার হিসাবে দলের হাতে তুলে দেওয়া হয় ৩ লক্ষ টাকা।
Advertisement