shono
Advertisement

প্রথম দলে না থাকায় দেশে ফিরতে চেয়েছিলেন! গুজবের মাঝেই মুখ খুললেন খোদ রোনাল্ডো

Posted: 08:39 PM Dec 08, 2022Updated: 08:39 PM Dec 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশেই ছিলেন না। জয় যখন হাতের মুঠোয়, নিয়মরক্ষার্থে খেলা শেষ হওয়ার ১৬ মিনিট আগে মাঠে নামার সুযোগ এসেছিল। স্বাভাবিক ভাবেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ( Cristiano Ronaldo) জন্য মনখারাপ ফ্যানদের। কিন্তু এর মধ্যেই ছড়িয়ে পড়ল বিস্ফোরক গুঞ্জন। ৩৭ বছরের স্ট্রাইকার নাকি তাঁর জায়গায় ২২ বছরের র‌্যামোসের অন্তর্ভুক্তি মানতে পারেননি। কোচ ফার্নান্দো সান্টোসের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ে হুমকি দিয়েছিলেন, বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেবেন! ফিরে যাবেন দেশে! এক পর্তুগিজ (Portugal) সংবাদমাধ্যমের মহা চাঞ্চল্যকর দাবি তেমনই।

Advertisement

স্বাভাবিক ভাবেই এরপর প্রশ্ন উঠে যায়, রোনাল্ডো মহাতারকা হলেও তিনি কি এভাবে নিজেকে দলে রাখতে চেয়ে চাপ সৃষ্টি করতে পারেন? যতই তিনি পর্তুগালের শ্রেষ্ঠ ফুটবলার হোন, কোচের সিদ্ধান্ত মানতে তিনি বাধ্য। এই বিতর্কের মধ্যেই মুখ খুলল পর্তুগাল ফুটবল ফেডারেশন। পরিষ্কার জানিয়ে দিল, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এক বিবৃতিতে সেদেশের জাতীয় ফুটবল সংস্থার তরফে বলা হয়েছে, 'ফেডারেশন এটা জানিয়ে দিতে চায় সেলেকাও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার কথা কখনওই বলেননি। প্রতিদিনই রোনাল্ডো দেশের জন্য নতুন নতুন কীর্তি গড়ছেন। সেটাকে সম্মান দেখানো উচিত।'

[আরও পড়ুন: ২০০২-এর পর থেকে বারবার ইউরোপীয় শক্তির কাছেই হার ব্রাজিলের, এবার কী হবে?]

এখানেই শেষ নয়। বৃহস্পতিবার বিকেলে এই নিয়ে মুখ খুলেছেন খোদ রোনাল্ডোও। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বাইরের শক্তি তাঁদের দলের একতাকে ভেঙে দিতে চাইলেও সফল হবে না। স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাবে পর্তুগাল। তাঁর আরজি, 'ভরসা রাখুন আমাদের উপরে।'

উল্লেখ্য, ৬-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে পর্তুগাল। হ্যাটট্রিক করেন র‌্যামোস। কিন্তু এমনও গুঞ্জন শোনা যায়, র‌্যামোসের শট প্রতিপক্ষের জালে জড়িয়ে যেতে দেখে নাকি কার্যতই হতাশ দেখাচ্ছিল রোনাল্ডোকে। বরং সমবয়সী পেপের গোলের পরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। এই নিয়ে বিতর্ক অব্যাহত। এই পরিস্থিতিতে নয়া গুঞ্জনে বাড়ল বিতর্কের রেশ। যা উড়িয়ে দিলেন খোদ সিআর৭ই।

[আরও পড়ুন: ভারতীয় দলে বিরাট ধাক্কা, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নেই রোহিত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement