shono
Advertisement
Cristiano Ronaldo

রোনাল্ডোর 'সেঞ্চুরি'তে সহজ জয় আল নাসেরের, ১০০০ গোলের দিকে আরও এগোলেন CR7

সৌদি প্রো লিগে নয়া নজির গড়লেন রোনাল্ডো।
Published By: Arpan DasPosted: 02:28 PM Jan 22, 2025Updated: 02:28 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৩৯। কিন্তু রেকর্ড গড়া থামাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি লিগে জোড়া গোল করে আল নাসেরকে জেতানোর পাশাপাশি নতুন নজিরও গড়লেন তিনি। সেই সঙ্গে ১০০০-র গোলের দিকে আরও এগোলেন সিআর৭।

Advertisement

সৌদি প্রো লিগে আল নাসেরের ম্যাচ ছিল আল খালিজের বিরুদ্ধে। সেখানে ৬৫ মিনিটে প্রথম গোল করলেন রোনাল্ডো। বক্সের বাইরে থেকে মাটি ঘেঁষা শট প্রতিপক্ষের জালে জড়িয়ে যায়। তবে ৮০ মিনিটে সমতা ফেরায় আল খালিজ। পরের মিনিটেই ব্যবধান বাড়ান আল নাসেরের সুলতান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৩-১ করেন রোনাল্ডো। মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে রোনাল্ডোকে অ্যাসিস্ট করেন সাদ হাকাউই।

এই নিয়ে সৌদি প্রো লিগেও ১০০টি গোল হয়ে গেল তাঁর। আর তার জন্য নিলেন মাত্র ৯২টি ম্যাচ। পরিসংখ্যান বলছে, যে কটি ক্লাবে রোনাল্ডো অন্তত ৭০টি ম্যাচ খেলেছেন, সেখানে ন্যূনতম ১০০টি গোলে অবদান রয়েছে। ফুটবল দুনিয়ায় এই রেকর্ড আরও কারোর নেই। কেরিয়ারে সব মিলিয়ে ৯১৯টি গোল হয়ে গেল রোনাল্ডোর। ১০০০-র গোলের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা।

এখানেই শেষ নয়। চলতি মরশুমে ১৩টি গোল হয়ে গেল রোনাল্ডোর। এবারের সৌদি প্রো লিগে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা। লিগ টেবিলে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আল নাসের রয়েছে তৃতীয় স্থানে। প্রথম স্থানে থাকা আল হিলালের পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ৪৩। ফলে এই মরশুমেও লিগজয় ক্রমশ তাঁর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স ৩৯। কিন্তু রেকর্ড গড়া থামাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • সৌদি লিগে জোড়া গোল করে আল নাসরকে জেতানোর পাশাপাশি নতুন নজিরও গড়লেন তিনি।
  • সেই সঙ্গে ১০০০-র গোলের দিকে আরও এগিয়ে গেলেন সিআর৭।
Advertisement