সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ (Durand Cup 2024) থেকে মহামেডান স্পোর্টিং ছিটকে গিয়েছিল আগেই। প্রথম ম্যাচে ড্র করে সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রেড রোডের ধারের ক্লাব। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে শেষ ম্যাচটি ছিল মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) কাছে নিয়মরক্ষার। সেই ম্যাচে মহামেডান স্পোর্টিং ১-০ গোলে জিতল। ডুরান্ড কাপের শেষ ম্যাচটি জিততে চেয়েছিল সাদা-কালো ব্রিগেড। ইন্ডিয়ান নেভিকে শেষ ম্যাচে মহামেডান হারাল বটে। কিন্তু পরের পর্বে যাওয়ার আশা আগেই শেষ হয়ে যাওয়ায় এদিন জিতেও ছিটকেই যেতে হল ইসরাফিলদের।
[আরও পড়ুন: এশিয়াডে পদকের সেঞ্চুরি, অলিম্পিকে সর্বসাকুল্যে ৬, কেন আশার আলো দেখিয়েও হতাশা প্যারিসে?]
২৪ মিনিটে সুজিত সিংয়ের দুরন্ত গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। কর্নার পেয়েছিল মহামেডান স্পোর্টিং। কর্নার থেকে ফিরতি বল সুজিত সিংয়ের কাছে পৌঁছলে বাঁ পায়ের বাঁকানো শটে তিনি ইন্ডিয়ান নেভির জালে বল জড়ান। ওরকম দুর্দান্ত মানের গোলের পরও মহামেডান স্পোর্টিং আর গোল সংখ্যা বাড়াতে পারল না।
ডুরান্ড অভিযান শেষ হয়ে গেল সাদা-কালো ব্রিগেডের। কলকাতা লিগেও মহামেডানকে বেরঙিন দেখাচ্ছে। সামনে আইএসএল। তার জন্য এবার প্রস্তুতি শুরু করবে রেড রোডের ধারের ক্লাব। বুধবার সকালে শহরে পা রাখছেন আন্দ্রে চেরনিশভ। ১৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা মহামেডানের অনুশীলন।