shono
Advertisement
East Bengal

শ্রীনিধিকে গোলের মালা, বড় জয় দিয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের

অভিষেক ম্যাচেই গোল পেলেন জয়।
Published By: Prasenjit DuttaPosted: 05:04 PM Oct 08, 2025Updated: 05:31 PM Oct 08, 2025

ইস্টবেঙ্গল: ৪ (জয়, ক্রেসপো, হামিদ, জিকসন)
শ্রীনিধি: ০ 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএফএ শিল্ডকে যে গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা, তা ইস্টবেঙ্গল কোচের বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল। শিল্ডের প্রথম ম্যাচেই তারই প্রতিফলন দেখা গেল। বুধবার কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল শ্রীনিধি ডেকান। হায়দরাবাদের দলটির বিরুদ্ধে কেবল ফেভারিট হিসাবে নামাই নয়, তাদের ৪ গোলে চূর্ণ করে জয় দিয়েই শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের।

এদিন শুরু থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেন অস্কার ব্রুজোর ছেলেরা। প্রেসিং ফুটবল খেলে বল দখলের লড়াইয়ে প্রথম থেকেই শ্রীনিধিকে টেক্কা দেয় ইস্টবেঙ্গল। বিদেশিহীন শ্রীনিধির বক্সে বারবার আক্রমণ শানাচ্ছিল বিপিন সিং, ক্রেসপোরা। ২১ মিনিটের মাথায় ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের শট শ্রীনিধির গোলরক্ষক আদিল ফৈজাল বাঁচালেও ফিরতি বল চলে আসে অরক্ষিত জয় গুপ্তার কাছে। তিনি বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি লাল-হলুদের হয়ে প্রথমবার মাঠে নামা ২৪ বছর বয়সি এই ফুটবলার। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। 

শ্রীনিধিকে ম্যাচে ফিরতে গেলে অবিশ্বাস্য কিছু করতে হত। সেটা অবশ্য হয়নি। দ্বিতীয়ার্ধ আরও ক্ষিপ্র গতিতে শুরু করে ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন হামিদ আহদাদ। ৫২ মিনিটে ফের গোল। কর্নার কিক থেকে দুরন্ত হেডে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোল জিকসন সিংয়ের। তবে বাকি সময়টায় আর কোনও গোল হয়নি। ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

শিল্ডের জন্য বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। সেখানে মাত্র সাতদিন অনুশীলন করেই কলকাতায় শিল্ড নামে শ্রীনিধি। হায়দরাবাদের দল মশাল ব্রিগেডের সামনে একেবারেই কল্কে পেল না। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে শিল্ডে যাত্রা শুরু করল লাল-হলুদ শিবির। শিল্ড আর সুপার কাপে ভালো ফল করতে পারলে সমর্থকদের আস্থা অনেকটাই অর্জন করতে পারবেন সল ক্রেসপোরা। গত কয়েক বছর আইএসএলে টিম ভালো না খেলায়, যথেষ্ট হতাশ লাল-হলুদ সমর্থকরা। হয়তো সেই কারণে বাড়তি প্রত্যয় দেখা গেল ব্রুজোর ছেলেদের। ইস্টবেঙ্গলের পরের ম্যাচে প্রতিপক্ষ ১৪ অক্টোবর। প্রতিপক্ষ নামধারী এফসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএফএ শিল্ডকে যে গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা, তা ইস্টবেঙ্গল কোচের বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল।
  • শিল্ডের প্রথম ম্যাচেই তারই প্রতিফলন দেখা গেল।
  • বুধবার কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল শ্রীনিধি ডেকান।
Advertisement