shono
Advertisement
FIFA World Cup 2026

বিশ্বকাপে মোটেই সহজ গ্রুপে পড়েনি ব্রাজিল, বলছেন ব্যারেটো

যারা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে, তারা প্রত্যেকেই শক্তিশালী মত ব্যারেটোর।
Published By: Subhajit MandalPosted: 01:39 PM Dec 07, 2025Updated: 01:39 PM Dec 07, 2025

স্টাফ রিপোর্টার: বেঙ্গল সুপার লিগের দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কোচ হয়েছেন মোহনবাগান কিংবদন্তি জোসে ব্যারেটো। শনিবার দলের জার্সি প্রকাশের অনুষ্ঠানে এসে তিনি জানিয়ে গেলেন, বিশ্বকাপে তার দেশ ব্রাজিল মোটেই সহজ গ্রুপে পড়েনি।

Advertisement

শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে জাঁকজমকভাবেই হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের জার্সি-সহ থিম সং এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি 'কুনহা, রহিম নবি, সংগ্রাম মুখোপাধ্যায়রা। ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, হাওড়া-হুগলি দলের প্রেসিডেন্ট রাজীব বন্দ্যোপাধ্যায়, ক্লাব সচিব নিখিল শাহ, ভাইস প্রেসিডেন্ট প্রবীর ঘোষাল-সহ আরও অনেকে।

এই অনুষ্ঠানে ব্যারেটো বলেন, "অনেকেই বলছেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। কিন্তু আমার তা মনে হয় না। ব্রাজিলের গ্রুপে মরোক্কো, স্কটল্যান্ড এবং হাইতি রয়েছে। মরোক্কো যথেষ্ট শক্তিশালী দল। যোগ্যতা অর্জন পর্বে দারুণ পারফর্ম করেছে। স্কটল্যান্ডও শক্তিশালী। হাইতিকে খাটো করে দেখলে বিপদ। আর যারা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে, তারা প্রত্যেকেই শক্তিশালী। ফলে ব্রাজিলের গ্রুপটা মোটেই সহজ নয়।" তিনি একইসঙ্গে জানিয়েছেন, বেঙ্গল সুপার লিগকে সফল করতে সকলের সাহায্য দরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গল সুপার লিগের দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কোচ হয়েছেন মোহনবাগান কিংবদন্তি জোসে ব্যারেটো।
  • শনিবার দলের জার্সি প্রকাশের অনুষ্ঠানে এসে তিনি জানিয়ে গেলেন, বিশ্বকাপে তার দেশ ব্রাজিল মোটেই সহজ গ্রুপে পড়েনি।
  • শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে জাঁকজমকভাবেই হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের জার্সি-সহ থিম সং এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়।
Advertisement