shono
Advertisement
Mohun Bagan

হায়দরাবাদ ম্যাচে যুবভারতীতে ফ্রি এন্ট্রি, মোহনবাগান সমর্থকদের উপহার গোয়েঙ্কার

বার্তা দিলেন ইস্টবেঙ্গলকেও।
Published By: Paramita PaulPosted: 10:46 PM Dec 14, 2024Updated: 11:57 PM Dec 14, 2024

শিলাজিৎ সরকার: সবুজ মেরুন ভক্তদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে বিনামূল্যে নিজের প্রিয় দলের খেলা দেখার সুযোগ। শনিবার ৩-২ গোলে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পরই বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। জানালেন, আগামী হোম ম্যাচে সমর্থকদের প্রবেশ বিনামূল্যে। একইসঙ্গে বার্তা দিয়ে রাখলেন চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকেও।

Advertisement

এদিন পেত্রাতোস, কামিংসদের খেলা দেখতে যুবভারতীতে হাজির হয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। গোটা ম্যাচেই মাঠে ছিলেন। এমনকী, মাঝে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, সম্পূর্ণ ফিট না হওয়ায় কেরলের বিরুদ্ধে গ্রেগকে স্কোয়াডে রাখেননি মোলিনা। তার পরেও অবশ্য কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট ঘরে এসেছে। লিগ টেবিলের শীর্ষে জাঁকিয়ে বসেছে মোহনবাগান। আর সেই প্রাপ্তির খুশি সঞ্জীব গোয়েঙ্কার চোখে মুখে দেখা গিয়েছে। এদিন ম্যাচ শেষে মাঠ থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়েই নতুন বছরে সমর্থকদের জন্য বড় ঘোষণা করেন।

নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি, যুবভারতীতে হায়দরাবাদের বিরুদ্ধে নামবে মোলিনা ব্রিগেড। সেই ম্যাচে সমর্থকদের প্রবেশ বিনামূল্যে। ওই ম্যাচের কয়েকদিন পরেই রয়েছে ডার্বি। স্বাভাবিকভাবেই সেই বাঙালির বড় ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এদিন চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে নিয়ে জিজ্ঞাসা করা হলে গোয়েঙ্কা বলেন, "আমি শুধু আমার দলের কথাই বলতে পারি। অন্য দলের কথা বলব না। ওদের জন্য শুভকামনা রইল।" একইসঙ্গে জানিয়ে গেলেন মোহনবাগানের টানা জয়ের রহস্যও। বললেন, 'হারার আগে না হারার' মানসিকতাই রসদ জোগাচ্ছে দলটাকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবুজ মেরুন ভক্তদের জন্য সুখবর।
  • নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে বিনামূল্যে নিজের প্রিয় দলের খেলা দেখার সুযোগ।
  • শনিবার ৩-২ গোলে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পরই বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা।
Advertisement