shono
Advertisement
Mohammedan SC

মহামেডানকে সুপার কাপ থেকে বাদ দাও, ফেডারেশনকে অনুরোধ এফএসডিএলের

কেন এমন প্রস্তাব এফএসডিএলের?
Published By: Prasenjit DuttaPosted: 01:49 PM Oct 08, 2025Updated: 01:49 PM Oct 08, 2025

দুলাল দে: কোনও রাখঢাক নয়। আইএসএলে ফুটবলারদের ঠিকভাবে বেতন না দেওয়ায় মহামেডান স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাদ দেওয়ার জন্য ফেডারেশনকে চিঠি দিল এফএসডিএল। তবে সবটাই প্রস্তাব আকারে। কারণ, এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সুপার কাপ-সহ সব প্রতিযোগিতার স্বত্ব ফেডারেশন থেকে সরিয়ে নিয়েছে এফএসডিএল। তাই সুপার কাপে কোন দলগুলিকে নেওয়া হবে, তা ঠিক করতে পারবে না এফএসডিএল। তবে ফুটবলারদের সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগ এনে ফেডারেশনকে তারা অনুরোধ করেছে যে, মহামেডানকে বাদ দিয়ে সুপার কাপ করার জন্য। এখন দেখার, এফএসডিএলের অনুরোধ রেখে ভারতীয় ফুটবল ফেডারেশন মহামেডান স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাদ দেয় কি না?

Advertisement

ভারতীয় ফুটবলে আইএসএল চালু করার সময় একটি বিষয়ে ভীষণভাবেই জোর দিয়েছিলেন এফএসডিএল কর্তারা। তা হল, ফুটবলারদের বেতন যেন কোনওভাবেই আটকে রাখা না হয়। কারণ ফুটবলারা যদি বেতন না পাওয়ার অভিযোগ এনে ফিফায় যান, তাহলে বিশ্বের দরবারে ভারতের এক নম্বর লিগের সম্মানহানি হতে পারে। কিন্তু শেষ আইএসএল চলাকালীন একাধিক ফুটবলারের বেতন দেয়নি মহামেডান। তা নিয়ে বিস্তির চিঠি-চাপাঠি হয়েছে। ফেডারেশন ছাড়াও অভিযোগ গিয়েছে এফএসডিএলের কাছে। আর শুধু ফুটবলাররা নন। কোচ-গোলকিপার কোচও বেতন না পেয়ে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন ফিফার কাছে। শোনা যাচ্ছে, মোট ৬ জনের বেতন না পাওয়ার অভিযোগ জমা পড়েছে ফিফার কাছে। ফলে মহামেডান ক্লাবের ফুটবলার রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞা এনেছে ফিফা।

এফএসডিএল অবশ্য ফিফার এই নিষেধাজ্ঞা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। কারণ, ফিফার নিষেধাজ্ঞা এসেছে আইএসএল শেষ হয়ে যাওয়ার পর জুলাই মাসে। তাই ফিফার নিষেধাজ্ঞার বিষয়ে ঢুকতে চাইছে না এফএসডিএল। তাদের মূল বক্তব্য, ইন্ডিয়ান সুপার লিগে ফুটবলারদের বেতন না দেওয়া নিয়ে। তারা মনে করছে, আইএসএলে খেলার যে চুক্তি করা হয়েছিল, সেই চুক্তি ভঙ্গ করেছে মহামেডান স্পোর্টিং। একটি ক্লাব কোচ-ফুটবলারদের বেতন না দিয়ে যদি সুপার কাপের মতো প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়ে যায়, তাহলে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে অত্যন্ত খারাপ বিজ্ঞাপন হবে। আজ কোচ-ফুটলারদের বেতন না দিয়ে মহামেডান যদি সুপার কাপ খেলার সুযোগ পায়, তাহলে অন্য ক্লাবগুলিও ফুটবলারদের বেতন বাকি রেখে ভবিষ্যতে সুপার কাপ খেলে ফেলবে। সেই জায়গা থেকে ফেডারেশনকে চিঠি দিয়ে তারা অনুরোধ করেছে, মহামেডান স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাইরে রাখতে। এফএসডিএল এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবরকম স্বত্ব ছেড়ে দিলেও, এটুকু প্রতিশ্রুতি দিয়েছে, ডিসেম্বরের চুক্তি পর্যন্ত তাদের যে বকেয়া ৫০ কোটি দিতে হবে, সেটা ফেডারেশনকে নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে দেবে তারা। সেক্ষেত্রে এফএসডিএল যখন টাকা দিচ্ছে, তখন তাদের অনুরোধ বা প্রস্তাব ফেডারেশন কর্তারা ছুড়ে ফেলে দেবেন, ভাবার কোনও কারণ নেই। ফলে এফএসডিএলের এই চিঠির পর কিন্তু রীতিমতো খারাপ অবস্থায় থাকবে মহামেডান স্পোর্টিং। কারণ, সুপার কাপ খেলার জন্য ছুটি কাটিয়ে ফুটবলারদের ১০ অক্টোবর ক্লাবে রিপোর্ট করতে বলা হয়েছে। এবার ফুটবলাররা এসে যদি দেখেন, সুপার কাপে খেলতে পারবে না মহামেডান, তাহলে ভারতীয় ফুটবলমহলে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়বেন শতাব্দীপ্রাচীন মহামেডান ক্লাবের কর্তারা।

আগের পরিকল্পনা মতো এফএসডিএল যদি এই মরশুমেরও আইএসএল সংগঠন করত, তাহলে তাদের পরিকল্পনাতেই ছিল, মহামেডান স্পোর্টিংকে বাদ দিয়ে দেবে। একমাত্র আর্থিক সংগঠনের জায়গাটা যদি মজবুত করতে পারত তারা, তাহলে আইএসএল খেলার সুযোগ আসত। উলটোদিক থেকে বলা যায়, ভারতীয় ফুটবলের এই ডামাডোলে অন্য ক্লাবগুলির অসুবিধা হলেও, সুবিধে হয়ে গেল মহামেডান স্পোর্টিংয়ের। কারণ, সব ঠিকঠাক চললে অন্য ক্লাবগুলি এই মরশুমে আইএসএল খেলার সুযোগ পেলেও তা থেকে বঞ্চিত হত মহামেডান স্পোর্টিং। সেই জায়গায় আই লিগ চ্যাম্পিয়ন হওয়া ইন্টার কাশীকে নিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। পরিস্থিতি বদলে যেতে ভবিষ্যতে মহামেডান আইএসএল খেলবে কি না, তা নিয়ে এফএসডিএলের কোনও আগ্রহ নেই। কিন্তু আইএসএলে ফুটবলারদের বেতন না দিয়ে যেভাবে চুক্তিভঙ্গ করেছে মহামেডান, তা তারা কিছুতেই মেনে নিতে পারছে না। সেই কারণেই মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ফেডারেশনকে চিঠি। এখন দেখার, ফেডারেশন কর্তারা এফএসডিএলের প্রস্তাব মতো মহামেডানকে বাদ দিয়ে সুপার কাপের আয়োজন করতে পারেন কি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহামেডান স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাদ দেওয়ার জন্য ফেডারেশনকে চিঠি দিল এফএসডিএল।
  • তবে সবটাই প্রস্তাব আকারে।
  • কারণ, এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সুপার কাপ-সহ সব প্রতিযোগিতার স্বত্ব ফেডারেশন থেকে সরিয়ে নিয়েছে এফএসডিএল।
Advertisement