স্টাফ রিপোর্টার: মিটল সমস্যা। মোহনবাগানে (Mohun Bagan) তাঁবুতে ক্লাবের মার্চেন্ডাইসের জন্য তৈরি করা অস্থায়ী কিয়স্ক ভেঙে দিয়েছিলেন সেনাবাহিনীর এক কর্তা। সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন সেনার আধিকারিকরা।
ভাঙচুরের ঘটনার পর ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন, কলকাতা ফিরে তিনি সেনাবহিনীর কর্তাদের সঙ্গে বসবেন। শুক্রবার বিকালে তিনি জানালেন, ঘটনা ঘটার দিনই সেনা আধিকারিকদের সঙ্গে কথা তাঁর বিস্তারিত কথা হয়েছে। মোহনবাগান সচিবের দাবি, সেনার ওপর মহল থেকে কিয়স্কটি ভাঙার নির্দেশ ছিল না। যিনি ভেঙেছেন তিনি নিজের দায়িত্বে ভেঙেছেন। বিষয়টি জানার পর সেনা আধিকারিকরা তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছেন। শীঘ্রই মোহনবাগান সচিব এই বিষয়ে ফের বৈঠকে বসবেন সেনা আধিকারিকদের সঙ্গে।
এদিন মোহনবাগান সচিব বলেন, "সেদিনই আমি কর্নেল ল্যানের সঙ্গে যোগাযোগ করি এবং জানতে পারি খুব দুর্ভাগ্যের বিষয় যে কর্নেল ল্যান ও জিওসি এদের কারও নির্দেশ ছিল না এটা করার। যিনি এই ঘটনা ঘটিয়েছেন তাঁকে সেনাবাহিনীর তরফে শো কজ করা হয়েছে। তিনি নিজের ইচ্ছায় করেছেন। এখানে কিছু অন্যন্য ক্লাবের ইন্ধন রয়েছে। কর্নেল ল্যান নিজে পর্যবেক্ষণে আসেন তিনটের সময় এবং এই ঘটনার জন্য তিনি ফোন করে দুঃখপ্রকাশ করেন। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উনি আর আমি বসব। আমরা এক সঙ্গে পরিদর্শন করে দেখব কোথায় কী আর করতে হবে। উনি বার তিনেক লিখিতভাবে হোয়াটসঅ্যাপে দুঃখ প্রকাশ করেছেন। আমি নাম করে বলতে পারি এর মধ্যে ইস্টবেঙ্গল বা মহামেডানের কোনও ভূমিকা ছিল না।"