shono
Advertisement
East Bengal

কঠিন হলেও অসম্ভব নয়, প্লে অফের স্বপ্ন নিয়ে চেন্নাইয়িনের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল

শনিবারও কার্ড এবং চোট সমস্যায় একাধিক ফুটবলারকে পাবে না ইস্টবেঙ্গল।
Published By: Subhajit MandalPosted: 02:16 PM Feb 08, 2025Updated: 02:16 PM Feb 08, 2025

স্টাফ রিপোর্টার: চেন্নাইয়িন এফসি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে শহরে পা দিয়েছেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি রাফায়েল মেসি বৌলি। দুপুরে সাংবাদিক সম্মেলনে এসে কোচ অস্কার ব্রুজোও জানিয়ে দিয়েছেন, শনিবার তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। কলকাতায় এসে হোটেলে বসে থাকলেন না রাফায়েল। সতীর্থদের সঙ্গে দেখা করতে বিকেলে যুবভারতীর অনুশীলন মাঠে উপস্থিত হলেন তিনি। অনুশীলনের আগে তাঁকে নিয়ে ছোট্ট মিটিংও সারলেন ইস্টবেঙ্গল কোচ। এরপর প্রভসুখন গিলরা অনুশীলন শুরু করলে তিনি রওনা দিলেন হোটেলের পথে।

Advertisement

১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে ইস্টবেঙ্গল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও প্লে অফের আশা একেবারে ছাড়েননি অস্কার। লাল-হলুদ কোচ মনে করছেন, পরিস্থিতি কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। প্লে অফ নিয়ে বলতে গিয়ে অস্কার বলেন, "এখনও সুপার সিক্স আমাদের স্বপ্ন। অসম্ভব নয়। কিন্তু যথেষ্টই কঠিন কাজ। কারণ আমরা প্রথম ছয় ম্যাচ থেকে জয় তুলে আনতে পারিনি। এটাও ঠিক যে, গত মাসের একাধিক ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাইনি।" ঘরের মাঠে নিজেদের সমর্থন নিয়ে চেন্নাইকে হারানো খুব একটা কঠিন কাজ বলে মনে করেন না অস্কার। দলের নবাগত বিদেশিকে নিয়েও আশাবাদী ইস্টবেঙ্গল কোচ, "রাফায়েল আজ বিশ্রামে থাকবে। ম্যাচের সকালে ও যদি খেলার মতো পরিস্থিতি বোধ করে, তখন সিদ্ধান্ত নেওয়া যাবে।" রাফায়েলের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হলেও কনফার্মেশন এখনও আসেনি।

আগের ম্যাচে লাল কার্ড দেখলেও ফেডারেশনের কমিটি তা বদলে হলুদ করে দিয়েছে চেন্নাইয়িনের উইলমার গিলের ক্ষেত্রে। সেখানে কার্ড সমস্যায় এই ম্যাচে লাল-হলুদ শিবির পাবে না শৌভিক চক্রবর্তীকে। চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা সল ক্রেসপোকেও শনিবার অল্প কিছু সময়ের জন্য মাঠে নামাতে চান ইস্টবেঙ্গল কোচ। তবে চোটগ্রস্ত ক্লেটন সিলভাকে পাওয়া যাবে না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কি আদৌও মরশুমের বাকি সময়ের জন্য পাওয়া যাবে? তা বলা যাবে আর কয়েক দিনের মধ্যেই। দ্বিতীয় ডাক্তারের পরামর্শ নেওয়া হবে ক্লেটনের জন্য। এদিন অনুশীলনেও দেখা যায়নি এই তাঁকে। চোট থেকে ফেরা আনোয়ার আলিকেও চেন্নাইয়িনের বিরুদ্ধে পাওয়ার সম্ভাবনা কম। বল নিয়ে অনুশীলন করতে গেলে কিছু সমস্যা দেখা দিচ্ছে আনোয়ারের। তবে চেন্নাইয়িন ম্যাচে না পাওয়া গেলেও অস্কার আশাবাদী পরের ম্যাচ থেকে তাঁকে পুরো ফিট অবস্থায় পাওয়া নিয়ে। এদিন যদিও দলের সঙ্গে পুরোই অনুশীলন করলেন জাতীয় দলের এই ডিফেন্ডার।

বৃহস্পতিবার দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রিচার্ড সেলিস। এদিন অনুশীলনে এলেও ফিজিক্যাল ট্রেনারের সঙ্গেই সময় কাটালেন তিনি। যদিও অস্কার জানিয়েছেন, সেলিসকে পাওয়া যাবে চেন্নাইয়িনের বিরুদ্ধে। সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে লিগ টেবলে চেন্নাইয়িন রয়েছে ইস্টবেঙ্গলের পরেই। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা প্রীতম কোটালকে দলে নিয়েছে। তা সত্ত্বেও গত চার ম্যাচে জয়ের মুখ দেখেনি আওয়েন কোলের ছেলেরা।

আজ আইএসএলে
ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি
যুবভারতী, সন্ধ্যা ৭.৩০ স্পোর্টস ১৮ নেটওয়ার্কে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে ইস্টবেঙ্গল।
  • এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও প্লে অফের আশা একেবারে ছাড়েননি অস্কার।
  • লাল-হলুদ কোচ মনে করছেন, পরিস্থিতি কঠিন হলেও একেবারে অসম্ভব নয়।
Advertisement