shono
Advertisement
Pritam Kotal

কেরালা ছেড়ে চেন্নাইয়িনে যোগ প্রীতমের, পুরনো ক্লাব মোহনবাগানের বিরুদ্ধেই শুরু নয়া অভিযান?

আড়াই বছরের চুক্তিতে চেন্নাইয়িনে সই করলেন প্রীতম।
Published By: Arpan DasPosted: 03:18 PM Jan 19, 2025Updated: 03:18 PM Jan 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নয়া অভিযান শুরু প্রীতম কোটালের। কেরালা ব্লাস্টার্স ছেড়ে তিনি সই করলেন চেন্নাইয়িন এফসি-তে। আড়াই বছরের চুক্তিতে আওয়েন কয়েলের দলে যোগ দিলেন প্রীতম। আইএসএলে এই মুহূর্তে ভালো জায়গায় নেই চেন্নাই। বাঙালি ডিফেন্ডারের অন্তর্ভুক্তি তাদের শক্তিশালী করে তুলতে পারে।

Advertisement

২০২৩ সালে মোহনবাগান ছেড়ে কেরালার পথে পাড়ি দেন প্রীতম। সেখানে ৩৯টি ম্যাচ খেলেছেন। এবার ৩১ বছর বয়সি তারকার নতুন সফর শুরু হবে চেন্নাইয়ের জার্সিতে। প্রীতমকে নিয়ে কোচ কয়েল বলছেন, "আমরা খুব খুশি প্রীতমকে আনতে পেরে। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে ও দীর্ঘদিন ধরে খেলছে। ৫০টির ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছে। একাধিকবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। একজন আদর্শ নেতা হওয়ার সমস্ত গুণ আছে প্রীতমের মধ্যে। মরশুমের দ্বিতীয়ার্ধে ওর ফুটবল প্রতিভা আমাদের সাহায্য করবে।"

২০১৩ সালে প্রীতমের আইএসএল কেরিয়ার শুরু হয়। দুবার লিগও জিতেছেন তিনি। চলতি মরশুম শুরুর আগে শোনা যাচ্ছিল মোহনবাগানে ফিরতে পারেন 'ঘরের ছেলে'। সেটা অবশ্য জল্পনাই থেকে গিয়েছে। এবার নতুন অভিযান নিয়ে প্রীতমের নিজের বক্তব্য, "চেন্নাই পরিবারের অংশ হয়ে উঠতে পেরে খুব খুশি। কোচ আমাকে বুঝিয়ে দিয়েছেন, দলে আমার ভূমিকা কী হতে চলেছে। ফলে যখন আমাকে প্রস্তাব দেওয়া হয়, আমার মনে কোনও সন্দেহ ছিল না। আমার লক্ষ্য, এখান থেকে প্রতিটা ম্যাচ জিতে দলকে প্লে-অফে তোলা।

লিগ টেবিলে চেন্নাইয়ের অবস্থা খুব একটা ভালো নয়। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে ১০ নম্বরে। ২৭টি গোল হজম করেছে। তাদের পরের ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। পুরনো দলের বিরুদ্ধেই কি নতুন অভিযান শুরু প্রীতমের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরে নয়া অভিযান শুরু প্রীতম কোটালের। কেরালা ব্লাস্টার্স ছেড়ে তিনি সই করলেন চেন্নাইয়িন এফসি-তে।
  • আড়াই বছরের চুক্তিতে আওয়েন কয়েলের দলে যোগ দিলেন প্রীতম।
  • আইএসএলে এই মুহূর্তে ভালো জায়গায় নেই চেন্নাই। বাঙালি ডিফেন্ডারের অন্তর্ভুক্তি তাদের শক্তিশালী করে তুলতে পারে।
Advertisement