shono
Advertisement
Kolkata Derby

গুয়াহাটিতে উত্তাপহীন ডার্বি! নতুন বছরের বড় ম্যাচে নজর মোহনবাগান ক্লাবের জায়ান্ট স্ক্রিনে

শুধু ক্লাব লনেই নয়, মোট সতেরটি জায়গায় জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। একঝাঁক মোহনবাগান ফ্যানস ক্লাব এই উদ্যোগ নিয়েছে।
Published By: Arpan DasPosted: 04:01 PM Jan 11, 2025Updated: 04:01 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের ডার্বি কলকাতা থেকে বহু দূরে। গুয়াহাটিতে যত বাঙালি থাকুক না কেন, কলকাতার উন্মাদনা কি আর সেখানে থাকা সম্ভব? ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ১৯ হাজার। সেটাও পুরোপুরি ভরবে কিনা, তাও একটা প্রশ্ন। কিন্তু ডার্বির উত্তাপে যাতে কোনও কমতি না হয়, তার জন্য মোহনবাগান ক্লাব তাঁবুতে শনিবারের মহারণ জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে।

Advertisement

আইএসএলের ফিরতি ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুই শিবিরের দুই ছবি। সবুজ-মেরুন যেখানে লিগ শীর্ষে, সেখানে লাল-হলুদ পড়ে রয়েছে ১১তম স্থানে। তবে ময়দানের পুরনো প্রবাদ- বড় ম্যাচ সব সময় পঞ্চাশ-পঞ্চাশ। কখন যে কার আস্তিন থেকে কোন তাস বেরোবে কেউ জানে না।

চোট-আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল তাকিয়ে থাকতে পারে নতুন বিদেশি রিচার্ড সেলিসের দিকে। শনিবার সকালে তাঁর গুয়াহাটি পৌঁছনোর কথা থাকলেও বিকেলের দিকে সেলিস সেখানে পৌঁছবেন। অন্যদিকে থাপা আর আশিক ছাড়া মোহনবাগানের সবাই তৈরি। চোট সারিয়ে ফিরেছেন স্টুয়ার্ট ও দিমি।

আর সেই লড়াই দেখার জন্য অনেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলেও, বহু সমর্থকই বঞ্চিত। কিন্তু ডার্বির উত্তাপ থেকে যাতে সভ্য-সমর্থকরা বঞ্চিত না হন, তাই মোহনবাগান ক্লাব তাঁবুতে ডার্বি দেখানো হবে জায়ান্ট স্ক্রিনে। এবার শুধু ক্লাব লনেই নয়, মোট সতেরটি জায়গায় জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। একঝাঁক মোহনবাগান ফ্যানস ক্লাব এই উদ্যোগ নিয়েছে। শুধু রাজ্যেই নয়। রাজ্যের সীমানা ছাড়িয়ে হায়দরাবাদেও এই লাইভস্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে এক মোহনবাগান ফ্যানস ক্লাব। মোহনবাগান মাঠ ছাড়াও বড় পর্দায় খেলা দেখা যাবে বারুইপুর, রাজারহাট, সুকান্তনগর, উলুবেড়িয়া, কাদাপাড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের ডার্বি কলকাতা থেকে বহু দূরে।
  • ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ১৯ হাজার। সেটাও পুরোপুরি ভরবে কিনা, তাও একটা প্রশ্ন।
  • কিন্তু ডার্বির উত্তাপে যাতে কোনও কমতি না হয়, তার জন্য সক্রিয় মোহনবাগান ক্লাব। শনিবারের মহারণ জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে।
Advertisement