shono
Advertisement
Mohammedan SC

বেঙ্গালুরুকে হারিয়ে অঘটন মহামেডানের, ডার্বির আগে বাড়তি অক্সিজেন পেল মোহনবাগান

ওগিয়েরের নেতৃত্বে দুর্ভেদ্য রক্ষণ ও কাসিমভের অনবদ্য ফ্রি-কিক, ১১ ম্যাচ পর জয়ের দেখা পেল মহামেডান।
Published By: Arpan DasPosted: 06:59 PM Jan 11, 2025Updated: 07:41 PM Jan 11, 2025

মহামেডান: ১ (কাসিমভ)
বেঙ্গালুরু: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ ম্যাচ পর জয়ের দেখা পেল মহামেডান। টানা ডিফেন্স করেও কীভাবে বাজিমাত করতে হয়, তা দেখিয়ে দিল সাদা-কালো ব্রিগেড। কাসিমভের দুরন্ত ফ্রি-কিকে ১-০ গোলে হারল বেঙ্গালুরু। আর তাতে ডার্বির আগে সুবিধা হল মোহনবাগানেরও। ১৫ ম্যাচে মহামেডানের পয়েন্ট ১০। লিগ টেবিলে উঠে এল দশম স্থানে। 

বেঙ্গালুরুতে ম্যাচের শুরু থেকেই রাশ ছিল সুনীল ছেত্রীদের হাতে। ম্যাচের দুমিনিট থেকেই মহামেডানের গোলের মুখে বিপদ তৈরি করছিলেন পেরেরা দিয়াজরা। পরিস্থিতি এমন হয়ে যায়, যে কতক্ষণে গোল খেয়ে যায় সেটারই অপেক্ষা ছিল। সেটা যে হল না, তার প্রধান কারণ ওগিয়েরের লড়াকু রক্ষণ। গোললাইন থেকে বলও বাঁচান তিনি। অবশ্য তাঁর ভুলে আত্মঘাতী গোলও কখনও-বা পরিত্রাতা হয়ে উঠল পদম ছেত্রীর হাত। রায়ান উইলিয়ামস থেকে নগুয়েরা, মাঝমাঠে পাসের ফুলঝুড়ি ফোটালেও গোলের মুখ খুলতে ব্যর্থ। উলটে গোলের সুযোগ এসেছিল মহামেডানের সামনে। গুরপ্রীত সিং সান্ধুর ভুল পাস থেকে গোল করতে পারতেন অ্যালেক্সিজ গোমেজ। কিন্তু বেঙ্গালুরু গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধেও ছবিটা ছিল একই রকম। মহামেডানের গোলমুখে মুহুর্মুহু আক্রমণ এবং ওগিয়েরদের মরিয়া রক্ষণ। কিন্তু নাটক তোলা ছিল ৯০ মিনিটের জন্য। বক্সের বাইরে থেকে অনবদ্য ফ্রি-কিকে গোল করলেন মহামেডানের কাসিমভ। শরীর ছুড়েও গোল রুখতে পারেননি গুরপ্রীত। আইএসএলে এই দ্বিতীয় জয় পেল মহামেডান। আর টানা ১১ ম্যাচ পরে তিন পয়েন্ট ঘরে তুলল মহামেডান। কান্তিরাভায় যখন চেরনিশভের ছেলেরা জয়ের আনন্দে মত্ত, তখন হাসি ফুটল গুয়াহাটিতে মোহনবাগানের মুখেও। লিগ শীর্ষে ওঠার প্রতিদ্বন্দ্বি বেঙ্গালুরু ১৫ ম্যাচে আটকে রইল ২৭ পয়েন্টে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১১ ম্যাচ পর জয়ের দেখা পেল মহামেডান। টানা ডিফেন্স করেও কীভাবে বাজিমাত করতে হয়, তা দেখিয়ে দিল সাদা-কালো ব্রিগেড।
  • কাসিমভের দুরন্ত ফ্রি-কিকে ১-০ গোলে হারল বেঙ্গালুরু। আর তাতে ডার্বির আগে সুবিধা হল মোহনবাগানেরও।
  • ১৫ ম্যাচে মহামেডানের পয়েন্ট ১০। লিগ টেবিলে উঠে এল দশম স্থানে। 
Advertisement