shono
Advertisement
Mohamed Salah

জোড়া গোল সালাহর, আট বছর পর ফের বিশ্বকাপের আসরে 'পিরামিডের দেশ'

২০২৬ বিশ্বকাপে ১৯তম দল হিসাবে যোগ্যতা অর্জন করল মিশর।
Published By: Prasenjit DuttaPosted: 10:53 AM Oct 09, 2025Updated: 12:00 PM Oct 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে মিশর। জিবুতিকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের 'এ' গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পিরামিডের দেশ। কাসাব্লাঙ্কায় জোড়া গোল করলেন মহম্মদ সালাহ। এর ফলে ২০১৮ সালের পর ফের একবার বিশ্বকাপের আসরে মিশর।

Advertisement

জিবুতিকে ৩-০ গোলে হারিয়েছে মিশর। বাছাইপর্বে এখন তাদের পয়েন্ট ৯ ম্যাচে ২৩। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে তারা। জোড়া গোল করে দেশকে কেবল বিশ্বকাপে তোলাই নয়, কোয়ালিফায়ারে সব মিলিয়ে ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসাবে শীর্ষস্থানে রয়েছেন সালাহ।

এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ খেলবে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল 'ফারাও'দের। ২০২৬ বিশ্বকাপে ১৯তম দল হিসাবে যোগ্যতা অর্জন করল মিশর। পরের বছর বিশ্বকাপ হবে ৪৮ দলের। অর্থাৎ এখনও ২৭ দলের জায়গা পাওয়া বাকি রয়েছে।

৮ মিনিটেই জিজোর ক্রস থেকে গোল করে মিশরকে এগিয়ে দেন ইব্রাহিম আদেল। ১৪ মিনিটে অসাধারণ থ্রু থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৮৪ মিনিটে মিশরের হয়ে জয়সূচক করেন লিভারপুল তারকাই। এই জয়ের ফলে আফ্রিকা থেকে মরক্কো এবং তিউনিশার পর তৃতীয় দল হিসাবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল মিশর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আট বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে মিশর।
  • জিবুতিকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের 'এ' গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পিরামিডের দেশ।
  • কাসাব্লাঙ্কায় জোড়া গোল করলেন মহম্মদ সালহা।
Advertisement