স্টাফ রিপোর্টার: অনুশীলন বয়কট যেন রুটিন হয়ে গিয়েছে মহামেডান ফুটবলারদের। বুধবারও অনুশীলন বয়কটের পথে হাঁটলেন কার্লোস ফ্রাঙ্কারা। এদিন মাঠে এসেছিলেন অ্যালেক্সিসরা। তবে তাঁরা ড্রেসিংরুমে থেকেই ফের বাসে করে ফিরে যান।
,মঙ্গলবার আগেই ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিলেন মহামেডান কর্তারা। সেখানে দুই ইনভেস্টর শীর্ষ কর্তা রাহুল টোডি, দীপক কুমার সিংরাও ছিলেন। তারপর আশা করা গিয়েছিল বুধবার অনুশীলনে নামবেন সাদা-কালো ফুটবলাররা। কিন্তু সময় বদলালেও চিত্র বদলালো না। বকেয়া বেতনের দাবিতেই এদিন ফের অনুশীলন বয়কটের পথে তাঁরা। এদিন অবশ্য শ্রাচীর এক কর্তা এসেছিলেন তাদের বোঝাতে কিন্তু কোনও কথাই মানেননি ফুটবলাররা।
সামনের রবিবার মুম্বই সিটি এফসির সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ। গত চার ম্যাচে অপরাজিত রয়েছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। তার মধ্যে একটি ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় রয়েছে। এমন পরিস্থিতিতে দিনের পর দিন অনুশীলন করছেন না তারা। যদিও সমগ্র পরিস্থিতি দেখে বিরক্ত মহামেডান কর্তারা। এদিনও ফুটবলাররা অনুশীলনে না নামা নিয়ে বলতে গিয়ে মহামেডান ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি বলেন, "এর আগে দু'দিন আমরা ফুটবলারদের বলেছিলাম, দুই ইনভেস্টারদের নিয়ে বৈঠকে বসব। ওরা আসেনি। এখন আর আমরা এই বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না। ফুটবলারদের ইনভেস্টররা টাকা দিচ্ছে, ওদের সঙ্গে বিষয়টি বুঝে নেবে ফুটবলাররা। তবে এই ঝামেলা মেটাতেই আমরা চেয়েছিলাম সবাইকে নিয়ে বসে আলোচনা করতে।"
এখানেই থেমে থাকেননি আমিরউদ্দিন ববি। এমন জটিল পরিস্থিতিতে আইনগতভাবেই তাঁরা এগোতে চান বলেই জানিয়েছেন মহামেডান সভাপতি। তিনি আরও যোগ করেন, "মঙ্গলবারই আমাদের সঙ্গে দুই ইনভেস্টরের মিটিং হয়েছে। আমরা বলেছি আমাদের কথামত শেয়ার দিয়ে দেব ওদের। কিন্তু সেখানে বাঙ্কারহিল কর্তা দীপক বলছেন, তাঁকে ৬১ শতাংশ শেয়ার দিয়ে দিতে। সেখান থেকে তারা শ্রাচীকে ৩০.৫ শতাংশ শেয়ার দিয়ে দেবে। আমরা দীপকের মৌখিক কথায় মানতে রাজি নই। এই কথাটাই বাঙ্কারহিল আমাদের লিখিত দিক, আমরা ৬১ শতাংশ শেয়ার বাঙ্কারহিলকে দিয়ে দিলে, ওরা শ্রাচীকে প্রাপ্য শেয়ার দিয়ে দেবে। তাহলে আমরা ৬১ শতাংশ শেয়ারই বাঙ্কারহিলকে দিয়ে দেব। যাতে পরবর্তী কোনও ঝামেলা হলে সেই লিখিত বয়ানটা আইনগতভাবে দেখাতে পারি।" মহামেডান সভাপতি মনে করছেন দুই ইনভেস্টরের মতান্তরে সমস্যায় পড়তে হচ্ছে ক্লাবকে। এই ঝামেলার মধ্যেই চূড়ান্ত হয়ে যাওয়া নতুন বিদেশিরও আসা হচ্ছে না মহামেডানে।