স্টাফ রিপোর্টার: বেতন বিতর্ক আপাতত মিটেছে। ফুটবলাররা মাঠে নেমে পুরোদমেই অনুশীলন করছেন। তবে চিন্তা পিছু ছাড়ছে না মহামেডানের। শেষ চার ম্যাচে অপরাজিত দল, যার মধ্যে ক্লিনশিট তিনটি। তবে রবিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে ডিফেন্সই চাপে রাখছে সাদা-কালো শিবিরকে। কারণ রক্ষণের দুই নিয়মিত সদস্যকে এই ম্যাচে পাবে না তারা।
ফ্লোরেন্ত অগিয়ের চারটি হলুদ কার্ড দেখে বাইরে। সঙ্গে চোটের জন্য নেই আদিঙ্গা। যা খবর, তাঁদের পরিবর্তে গৌরব বোরা এবং মহম্মদ জসিম দলে ফিরছেন। আক্রমণের ভরসা অ্যালেক্সিস গোমেজের ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও তাঁর শুরু থেকে খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে শেষ ম্যাচে মহামেডানের প্রত্যাবর্তনের নায়ক মনবীর সিং রিজার্ভ বেঞ্চেই থাকবেন। মুম্বই নিজেদের শেষ দু'ম্যাচে জয়ের দেখা পায়নি। সেকথা মাথায় রেখেও মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের বক্তব্য, “শেষ কয়েক ম্যাচের ফলাফলের ভিত্তিতে মুম্বইকে বিচার করলে চলবে না। ওরা ভালো দল। ওদের কোচও ভালো। আমাদের সতর্ক থাকতে হবে।" তবে সাদা-কালোর বিরুদ্ধে তিন সাক্ষাতেই জিতেছে মুম্বই।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই তুমুল ডামাডোল চলছে সাদা-কালো শিবিরে। শেয়ার হস্তান্তর হয়নি বলে বিনিয়োগ স্থগিত রেখেছে মহামেডানের ইনভেস্টর শ্রাচী। অপর ইনভেস্টর বাঙ্কারহিলও একই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। একপ্রকার বাধ্য হয়ে মহামেডান কর্তারা জানান, তাঁরা শেয়ার ট্রান্সফারের কাজটা শুরু করেছেন। কিন্তু কবে সেই প্রক্রিয়া শেষ হবে, ততদিন পর্যন্ত ক্লাবের কার্যকলাপ কীভাবে চলবে, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ক্লাবকর্তাদের পদত্যাগও দাবি করেছেন মহামেডান সমর্থকরা। চূড়ান্ত ডামাডোলের মধ্যেই রবিবার মাঠে নামবে সাদাকালো ব্রিগেড।