স্টাফ রিপোর্টার: বাংলা দলের সংবর্ধনা মঞ্চে এসে মোহনবাগান লনে দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সরাসরি বলে দিলেন, “মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে আর কলকাতা লিগে প্রথম পাঁচে থাকবে না এটা হয় নাকি? কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া উচিত মোহনবাগানের।” শনিবার মোহনবাগান ক্লাব থেকে সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হল। সেই মঞ্চ থেকেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী মোহনবাগান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই উক্তি করেন।
মোহনবাগানের তরফ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয় বাংলা দলকে। এদিন মোহনবাগানের বার্ষিক সাধারণ সভার পর এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাম্প্রতিক কালে বাংলাকে সন্তোষ জেতানো আরও দুই কোচ সাব্বির আলি ও মৃদুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এসেছিলেন তিন জন মোহনবাগান রত্ন প্রাক্তন ফুটবলার সৈয়দ নইমুদ্দিন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ চৌধুরি। এছড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষ, অসিত চট্টোপাধ্যায়, সচিব দেবাশিস দত্ত, প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, ইউথ ফুটবল সচিব মানস ভট্টাচার্য, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত-সহ অন্য শীর্ষ আধিকারিকরা।
এদিন ক্রীড়মন্ত্রী আবার ঘরোয়া লিগ হোক শুধুমাত্র বাঙালি ফুটবলারদের নিয়ে এই পরামর্শ আবার দেন। একই সঙ্গে বাংলার কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফদের সন্তোষ জয় করার জন্য শুভেচ্ছা জানান। বাংলার ফুটবলারদের উদ্দেশে আরও যোগ করেন, সন্তোষ ট্রফি জয় তোমাদের মাধ্যমিক পাসের মতো। এবার জাতীয় দলে খেলার জন্য মানসিক প্রস্তুতি নাও। ওটা তোমাদের কাছে উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো হবে। এবছর সন্তোষ জয়ীদের চাকরি হয়েছে। আগামী বছর সন্তোষের ট্রায়ালে ফুটবলারের অভাব হবে না।” সভায় উপস্থিত থাকা আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও মোহনবাগান সচিব দেবাশিস দত্তর উদ্দেশে আরও বলেন, “আইএফএ-মোহনবাগান সমস্যা মিটিয়ে কলকাতা লিগকে আরও গুরুত্ব দেওয়া হোক। বাংলার ফুটবল না এগোলে ভারতীয় ফুটবল এগোবে না।” মঞ্চে উপস্থিত মোহনবাগান সচিব জবাব দেন, “কলকাতা লিগ যবে থেকে শুধুমাত্র বাংলার ফুটবলারদের জন্য হবে। তবে এবার থেকে আবার মোহনবাগান লিগকে গুরুত্ব দেবে।”
মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষ বাংলা দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সংবর্ধনা ওদের প্রাপ্য। তিনি যোগ করেন,“বাংলার সাফল্যের এই ট্রেন আরও অনেক দূর পর্যন্ত যাবে। শুধু ফুটবলই নয়। অন্য খেলাতেও স্বীকৃতি আসছে। আরও ৯০ জন সফল ক্রীড়াবিদকে চাকরি দিতে চলেছে সরকার। তার প্রস্তুতি চলছে।” আইএসএলে মোহনবাগানের মতো বিগ বাজেটের দলে শুভাশিস বসু ও দীপেন্দু বিশ্বাস ছাড়া বাঙালি ফুটবলার নেই বলেও হতাশা প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। বাংলার ক্লাবগুলোকে তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনতে আরও উদ্যোগী হতে হবে বলে মনে করেন অরূপ বিশ্বাস। এদিন বাংলা কোচ সঞ্জয় সেনকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষ। তাঁর হাতে চেক ও উপহার তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৈয়দ নইমুদ্দিন, প্রদীপ চৌধুরিরা। এদিন বাংলা দলের সহকারী কোচ সৌরেন দত্তকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন সৃঞ্জয় বোস। সন্তোষ জয়ী বাংলার প্রাক্তন অধিনায়ক স্নেহাশিস চক্রবর্তী, অনুপম সরকার, রানা ঘরামিদেরও সংবর্ধনা দেওয়া হয়।