shono
Advertisement
Mohammedan

মহামেডানের অনুশীলনে উপস্থিত মাত্র পাঁচ ফুটবলার! বেতন সমস্যা কি আদৌ মিটেছে?

খুব বেশি দিনের বেতন বাকি নেই, মত মহামেডান ইনভেস্টর কর্তার।
Published By: Anwesha AdhikaryPosted: 10:41 AM Jan 21, 2025Updated: 03:22 PM Jan 21, 2025

স্টাফ রিপোর্টার: মহামেডান ফুটবলারদের সঙ্গে কি সত্যি ইনভেস্টরদের সমস্যা মিটেছে? না কি সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে? নয়তো সোমবার ছুটি কাটিয়ে যেখানে অ্যালেক্সিসদের যোগ দেওয়ার কথা ছিল অনুশীলনে, সেখানে বিকেলে যুবভারতীর অনুশীলন মাঠে দেখা মিলল মাত্র পাঁচ মহামেডান ফুটবলারের!

Advertisement

সোমবার অনুশীলনে গিয়েছিলেন রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মনোতোষ রায়, মনবীর সিং আর সাচ্চু সিব্বি। এই পাঁচজনকেই এবারের ট্রান্সফার উইন্ডোতে নিয়েছেন সাদা-কালো কর্তারা। সোমবার বিকেলে দেখা গেল, সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস-সহ সব কোচিং স্টাফ উপস্থিত থাকলেও ছিলেন না ফ্রাঙ্কারা।

মহামেডান ইনভেস্টর কর্তা তমাল ঘোষাল বলছেন, "কেন ফুটবলাররা আসছে না সেটা ওরাই ভালো বলতে পারবে। কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে আমরা দলের সঙ্গে যুক্ত হয়েছি। তার আগের কিছু বিষয় নিয়ে ইস্যু থাকতে পারে। সেটা আশা করছি দু'একদিনের মধ্যেই মিটে যাবে। বাঙ্কারহিল ও ক্লাবের সঙ্গেও কথা বলছি। ফুটবলারদের সঙ্গে বসতে চাই। আর বেতন বকেয়া বলে যে বিষয়টা বিশাল করে দেখানো হচ্ছে, সেটা এমন বড় কিছু ইস্যু নয়। খুব বেশি দিনের বেতন বাকি নেই, বলতে পারি।” তবে অনুশীলনে গরহাজিরার জন্য ফুটবলারদের বিরুদ্ধে এখনই আইনি ব্যবস্থা নিতে চাইছেন না তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার অনুশীলনে গিয়েছিলেন রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মনোতোষ রায়, মনবীর সিং আর সাচ্চু সিব্বি।
  • সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস-সহ সব কোচিং স্টাফ উপস্থিত থাকলেও ছিলেন না ফ্রাঙ্কারা।
  • অনুশীলনে গরহাজিরার জন্য ফুটবলারদের বিরুদ্ধে এখনই আইনি ব্যবস্থা নিতে চাইছেন না তাঁরা।
Advertisement