দুলাল দে: কাশ্মীরের আবেগকে সঙ্গী করে ভারতীয় ফুটবলে পথচলা শুরু করেছিল রিয়াল কাশ্মীর এফ সি। আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত আই লিগেও তৃতীয় স্থানে শেষ করেছিল রিয়াল কাশ্মীর। কিন্তু ফেডারেশনের খামখেয়ালিপনায় সেই রিয়াল কাশ্মীর দলটাই উঠে যাচ্ছে! সূত্রের খবর, ভারতীয় ফুটবলের আগামী মরশুম কবে শুরু হবে সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই টালবাহানার মধ্যে আর দল চালাতে চাইছে না রিয়াল কাশ্মীর কর্তৃপক্ষ।
২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় রিয়াল কাশ্মীর। কাশ্মীরের প্রথম ক্লাব হিসাবে বিদেশের মাটিতেও খেলেছে তারা। ফুটবল দুনিয়ায় অভিষেক হওয়ার পর দ্বিতীয় বছরেই আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয় রিয়াল কাশ্মীর। তারপর থেকে টানা ৭ মরশুম আই লিগে খেলেছে কাশ্মীরের দলটি। গত মরশুমে আই লিগে তৃতীয় হয় তারা। কিন্তু আগামী আই লিগে হয়তো আর দেখাই যাবে না কাশ্মীরের প্রতিনিধি এই দলটিকে। কারণ বর্তমান অচলাবস্থায় আর ক্লাব চালাতে চাইছেন না কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্যদের আপত্তিতে এখনও আটকে রয়েছে আইএসএলের টেন্ডারের নোটিস দেওয়ার প্রক্রিয়া। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ অ্যাওয়ার্ড ফাংশানে বুধবার সৌদি আরবে রওনা হয়ে গিয়েছেন। তাঁরা ফিরবেন ২১ অক্টোবর। ফলে আইএসএলের টেন্ডার নোটিস কবে প্রকাশিত হবে, এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ডামাডোলের সময় ফেডারেশন এবং এফএসডিএল একত্রে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, ১৫ অক্টোবরের মধ্যে আইএসএলের সব কাজ মিটিয়ে ফেলে ডিসেম্বর থেকে আইএসএল শুরু করে দেবে। কিন্তু এদিন ১৫ অক্টোবর অতিক্রম হয়ে গেলেও দেশের এক নম্বর প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগের জন্য কোনও টেন্ডার নোটিস প্রকাশ করা হয়নি। যেহেতু আইএসএল নিয়ে জট অব্যাহত, তার জেরে আই লিগ নিয়েও ধোঁয়াশা বাড়ছে। এমনিতেও সদ্যসমাপ্ত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ করতে আইনি লড়াইয়ে নামতে হয়েছে ক্লাবগুলিকে। ফলে আই লিগ নিয়েও আগামী দিনে ধোঁয়াশা জারি থাকবে, বলাই বাহুল্য। এহেন পরিস্থিতিতে কার্যত শেষ হয়ে গেল ফুটবল ঘিরে কাশ্মীরের স্বপ্ন।
