shono
Advertisement
Real Madrid and Manchester City

পিছিয়ে পড়েও কামব্যাক এমবাপেদের, লা লিগায় শীর্ষে রিয়াল, ইপিএলে বড় জয় ম্যাঞ্চেস্টার সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে ৩-১ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
Published By: Arpan DasPosted: 11:07 AM Jan 20, 2025Updated: 04:46 PM Jan 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে লাস পালমাসকে চার গোল মারলেন এমবাপেরা। সেই সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে লা লিগার শীর্ষস্থানে উঠে এল কার্লো আন্সেলোত্তির দল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনকে ৬ গোলে হারিয়ে প্রথম চারে ঢুকে পড়ল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু হার এড়াতে পারল না ইউনাইটেড।

Advertisement

লা লিগায় আগের ম্যাচে অ্যাটলেটিকো হেরে যাওয়ায় সুবিধা হয়েছিল রিয়ালের। জিতলেই শীর্ষস্থান পাকা এই পরিস্থিতিতে শুরুতেই গোল খেয়ে যায় তারা। কিন্তু পিছিয়ে পড়লে যে রিয়াল আরও বিধ্বংসী হয়ে ওঠে, তা ফের প্রমাণ করে দিলেন এমবাপেরা। ১৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরালেন তিনি। ৩৩ মিনিটে ভাজকুয়েজের পাস থেকে রিয়ালকে এগিয়ে দিলেন ব্রাহমিন দিয়াজ। তিন মিনিটের মধ্যে ফের গোল এমবাপের। ৫৬ মিনিটে ৪-১ করলেন রদ্রিগো। এই জয়ের ফলে ২০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৬। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৪। অন্যদিকে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।

ইপিএলে একেবারেই চেনা ফর্মে নেই ম্যাঞ্চেস্টার সিটি। আগের ম্যাচেও ড্র করেছে ব্রেন্টফোর্ডের সঙ্গে। তবে ইপসউইচের বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দিলেন হালান্ডরা। পেপ গুয়ার্দিওয়ালার দল জিতল ৬-০ গোলে। ২৭ মিনিটে প্রথম গোল ফিল ফোডেনের। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান কোভাসিচ। ৪২ মিনিটে ফের আঘাত ফোডেনের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪-০ করেন জেরেমি ডোকু। সিটির বাকি দুটি গোল হালান্ড ও ম্যাকএটির। ইপিএলে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল গুয়ার্দিওয়ালার দল।

তবে খারাপ সময় কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে ৩-১ গোলে হারল রুবেন আমোরিমের দল। ইউনাইটেডের একটি মাত্র গোল ব্রুনো ফার্নান্দেজের। অন্যদিকে টটেনহাম হটস্পার এভার্টনের কাছে হার মানল ২-৩ গোলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে লাস পালমাসকে চার গোল মারলেন এমবাপেরা।
  • সেই সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে লা লিগার শীর্ষস্থানে উঠে এল কার্লো আন্সেলোত্তির দল।
  • অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনকে ৬ গোল হারিয়ে প্রথম চারে ঢুকে পড়ল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু হার এড়াতে পারল না ইউনাইটেড।
Advertisement