সুকুমার সরকার, ঢাকা: জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল বাংলাদেশ৷ বৃহস্পতিবার, চট্টগ্রাম জেলার আমিরাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় চার জঙ্গি৷ পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিরা সন্ত্রাসবাদী সংগঠন জেএমবি-র সদস্য৷ ওই অভিযানে আহত হয়েছেন চার নিরাপত্তাকর্মী৷ তাঁদের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বুধবার বিকেল থেকে চলা ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ নামের এই অভিযান আজ সকালে শেষ হয়েছে বলে ঘোষণা করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
[ক্রেডিট কার্ডের মতো দেখতে এই ইসিজি মেশিন]
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামের একটি বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা৷ শুরু হয় গুলির লড়াই৷ অবশেষে পালাতে না পেরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই জঙ্গি৷ এছাড়াও নিরাপত্তাকর্মীদের গুলিতে মারা গিয়েছে আরও দুই জঙ্গি৷ ওই অভিযানে জঙ্গিদের হাতে বন্দি থাকা ১৮ জনকে উদ্ধার করে পুলিশ বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আব্দুল মান্নান৷
[উত্তরপ্রদেশ নির্বাচনে মোদি-ঝড়, অশনি সঙ্কেত দেখছে চিন]
ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল বিদেশিদের ওপর হামলা করে ওই অঞ্চলে বিদেশি বিনিয়োগ বন্ধ করা। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম সড়কে বড় ধরনের নাশকতা চালাতে প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক মজুদ করেছিল জঙ্গিরা।