shono
Advertisement

Breaking News

ভোটের আগেই বাড়ছে সরকারি কর্মীদের পেনশন

শিথিল হচ্ছে টাকা তোলার নিয়ম। The post ভোটের আগেই বাড়ছে সরকারি কর্মীদের পেনশন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:13 PM Dec 10, 2018Updated: 08:15 PM Dec 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন সামনে আসতেই এবার সরকারি কর্মীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এখন থেকে ন্যাশনাল পেনশন স্কিমে সরকারের অনুদান ১০ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৪ শতাংশ। শুধু তাই নয়, ন্যাশনাল পেনশন স্কিম থেকে টাকা তোলার ক্ষেত্রেও নিয়মে অনেকটা শিথিলতা এনেছে অর্থমন্ত্রক।

Advertisement

[কেন্দ্রের সঙ্গে সংঘাতের জের! RBI গভর্নর পদ থেকে ইস্তফা উর্জিত প্যাটেলের]

সোমবার অর্থমন্ত্রকের জরুরি বৈঠকে শেষে একথা জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি। এখন থেকে জাতীয় পেনশন স্কিমে সরকারের পক্ষ থেকে ১৪ শতাংশ অনুদান দেওয়া হবে। এতদিন ১০ শতাংশ অনুদান দিত কেন্দ্র। অনুদান বৃদ্ধির পাশাপাশি জাতীয় পেনশন স্কিমে টাকা তোলার ক্ষেত্রেও বড় ছাড় দেওয়ার ঘোষণা করেছেন জেটলি। জানিয়েছেন, এখন থেকে গোটা মূলধনের ৬০ শতাংশ টাকা তুলে নিলে কোনও কর দিতে হবে না। টাকা তোলার ফাইনও লাগবে না। অর্থমন্ত্রী জানিয়েছেন, ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস-এর গ্রহণযোগ্যতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই প্রকল্পগুলিকে আরও আকর্ষণীয় করে সেরা মেধাবীরা সরকারি চাকরির দিকে ঝোঁক বাড়ানোই কেন্দ্রের প্রধান লক্ষ্য। বর্তমানে এনপিএসের অধীনে জমা ৪০ শতাংশ টাকা কোনও কর বা ফাইন না দিয়ে তোলা যায়। বাকি ৬০ শতাংশ টাকা তোলা যায় অবসরের পর। তাঁর জন্যও কর দিতে হত।

[বড় সাফল্য কেন্দ্রের, মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় আদালতের]

রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে এই সিদ্ধান্ত কেন্দ্রের মাস্টারস্ট্রোক হতে পারে। তবে এর ফলে ১৮ লক্ষ সরকারি কর্মচারি উপকৃত হবেন। এই প্রকল্পের জন্য বার্ষিক ২ হাজার ৮৪০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে কেন্দ্রের।

 

The post ভোটের আগেই বাড়ছে সরকারি কর্মীদের পেনশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement