shono
Advertisement

কর্ণাটক উপকূলে ঘূর্ণিঝড় মেকুনুর দাপট, বানভাসি রাজ্যে মৃত অন্তত ২

রাজনৈতিক টানাপোড়েনে কিছুটা হলেও বিপর্যস্ত হচ্ছে উদ্ধার কাজ। The post কর্ণাটক উপকূলে ঘূর্ণিঝড় মেকুনুর দাপট, বানভাসি রাজ্যে মৃত অন্তত ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:52 PM May 30, 2018Updated: 03:03 PM May 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের সরকার গঠনের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি এরই মধ্যে নতুন সংকট। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দক্ষিণ কর্ণাটকের দুটি শহর। দক্ষিণ কর্ণাটকের ম্যাঙ্গালুরু এবং উডুপি শহরে আছড়ে পড়ল ঘুর্ণিঝড় মেকুনু। এছাড়াও কন্নড় উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে, আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা আরও বাড়াচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন দক্ষিণ কর্ণাটকের উপকূলে আরও বৃষ্টিপাত হতে পারে।

Advertisement

 

[৬০ নয় কমেছে এক পয়সা, জ্বালানির নয়া দাম নিয়ে ইন্ডিয়ান ওয়েলের ভুলে বিভ্রান্তি]

গত ২ দিন ধরেই ধারাবাহিকভাবেই বৃষ্টি হচ্ছে কন্নড় উপকূলে। তবে, পরিস্থিতির চরম অবনতি হয় বুধবারের টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে। ম্যাঙ্গালুরুর রাস্তায় জল জমে কার্যত বন্ধ যান চলাচল। রাস্তায় প্রচুর গাছ উলটে সমস্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে বাড়ি ফিরতে পারেননি স্কুল পড়ুয়ারাও। দীর্ঘক্ষণ স্কুল চত্বরে আটকে থাকার পর নৌকায় করে বেশ কিছু স্কুল পড়ুয়াকে বাড়ি পৌঁছে দেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। আগামী কয়েকদিন এই দুই শহরে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবল বৃষ্টিতে বেশ কিছু দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে। ম্যাঙ্গালুরুতে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ারও খবর পাওয়া গিয়েছে। কার্যত গৃহবন্দি ম্যাঙ্গালুরু এবং উডুপির নাগরিকরা।

 

[যোগীর রাজ্যে ফের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক]

মঙ্গলবার থেকেই উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ এবং দমকলের কর্মীরা। কিন্তু ক্রমাগত বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও। ত্রাণসামগ্রীও সময়মতো পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে আবহাওয়ার পূর্বাভাস আরও চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। কর্ণাটক তো বটেই আগামী ২ দিনের মধ্যে কেরল উপকূলেও আছড়ে পড়তে পারে মেকুনু। ইতিমধ্যেই ওমান এবং ইয়েমেনের বেশ কিছু এলাকায় ১৮৫ কিলোমিটার বেগে ঝড় এবং প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। খবর রয়েছে প্রচুর প্রাণহানিরও। সুতরাং, সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে।

[রাহুল গান্ধী নিপা ভাইরাসের মতোই, বিতর্কিত মন্তব্য হরিয়ানার মন্ত্রীর]

এদিকে মুখ্যমন্ত্রী কুমারস্বামী শপথ নিলেও এখনও গঠিত হয়নি কর্ণাটক মন্ত্রিসভা। ফলে কার্যত দিশেহারা প্রশাসনের আধিকারিকরা। রাজনৈতিক টানাপোড়েনে কিছুটা হলেও বিপর্যস্ত হচ্ছে উদ্ধার কাজ। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজেই স্বরাষ্ট্র দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সেচ দপ্তরের আধিকারিকদের কাছে নির্দেশিকা পৌঁছে দিচ্ছেন। প্রয়োজনে উপকূলরক্ষা বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। ইতিমধ্যেই কর্ণাটকের পরিস্থিতির জন্য ট্যুইটারে উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কন্নড় প্রশাসনকে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন মোদি।

The post কর্ণাটক উপকূলে ঘূর্ণিঝড় মেকুনুর দাপট, বানভাসি রাজ্যে মৃত অন্তত ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার