ব্ল্যাক বিউটি সৌমিতৃষা! কালো গাউনে মন কাড়লেন ছোটপর্দার 'মিঠাই'
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
Tap to expand
সাফল্যের সিঁড়িতে ধাপে ধাপে উঠে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। এবার পোজ দিলেন কালো গাউনে। তাতেই মুগ্ধ অনুরাগীরা। ঠিক যেন ব্ল্যাক বিউটি। নায়িকার পোশাক দেখে এমনটাই বলছেন তাঁরা।
Tap to expand
বারাসতের মেয়ে সৌমিতৃষা। বারাসত গার্লস হাই স্কুলে তাঁর পড়াশোনা। তারপর চলে আসেন কলকাতায়। সেখানে নাচ শেখা শুরু হয়। শুরু হয় মডেলিং।
Tap to expand
'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় শুরু হয় সৌমিতৃষার সফর। এর পর শুরু হয় 'মিঠাই' অধ্যায়। এই সিরিয়ালের মাধ্যমেই বাংলা টেলিভিশনের দর্শকদের প্রিয় মিঠাই হয়ে ওঠেন অভিনেত্রী।
Tap to expand
ছোটপর্দায় 'মিঠাই' সিরিয়াল শেষ হওয়ার পরই বড়পর্দায় বড় ব্রেক সৌমিতৃষার। দেবের বিপরীতে 'প্রধান' সিনেমায় অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী।
Tap to expand
সম্প্রতি সৌমিতৃষাকে দেখা গিয়েছে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ 'কালরাত্রি'তে। আগামীতে রূপক চক্রবর্তী পরিচালিত ‘১০ই জুন’ সিনেমায় দেখা যাবে।
Tap to expand
তবে তার আগে নতুন এই ছবিতে অনুরাগীদের মন জয় করে নিলেন সৌমিতৃষা। তন্ময় বিশ্বাসের স্টাইলিংয়ে সেজেছেন নায়িকা। মেকআপের দায়িত্বে ছিলেন সায়নী ধর। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 03:09 PM Dec 14, 2024Updated: 03:09 PM Dec 14, 2024
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।