-
- ফটো গ্যালারি
- Here is details about kolkata film festival 2024
কলকাতা চলচ্চিত্র উৎসবে মাততে তৈরি তিলোত্তমা, জমকালো অনুষ্ঠানে মিলল বিশ্ব সিনেমার হদিশ
৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
Tap to expand
কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু। যে সিনে উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে বসে থাকেন সিনেপ্রেমীরা, ৪ ডিসেম্বর সেই অপেক্ষার অবসান।
Tap to expand
ইতিমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। সেজে উঠেছে শহরের নানা কোণাও। এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’।
Tap to expand
এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব পা দিতে চলেছে ৩০ বছরে। তাই অন্যবারের তুলনায় আরও জাঁকজমক দেখবে তিলোত্তমা।
Tap to expand
গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে। ৪ ডিসেম্বর জাঁকজমক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে।
Tap to expand
এবারের ফোকাস কান্ট্রি ‘ফ্রান্স’। কিংবদন্তি ফরাসী পরিচালকদের বেশ কিছু ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে।
Tap to expand
শতবর্ষ শ্রদ্ধার্ঘ তালিকায় এবার রয়েছেন, তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাগেশ্বরা রাও, বংশী চন্দ্র গুপ্ত, মহম্মদ রফি, তলত মহমুদ, মদন মোহনের মতো কিংবদন্তিদের।
Tap to expand
স্পেশাল ট্রিবিউট জানানো হবে কুমার সাহানি, অ্যালিন ডেলন, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রর মতো কিংবদন্তি শিল্পীদের।
Published By: Akash MisraPosted: 07:59 PM Nov 29, 2024Updated: 07:59 PM Nov 29, 2024
৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।