shono
Advertisement
Aquarium

বাড়িতে অ্যাকোরিয়াম আনবেন? জেনে নিন বাস্তুমতে কোথায় রাখা শুভ

ফেংশুই মতে, বাড়িতে যেখানে সেখানে অ্যাকোরিয়াম রাখা অনুচিত।
Published By: Sayani SenPosted: 08:36 PM Nov 07, 2025Updated: 08:36 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই এখন গৃহসজ্জায় অ্যাকোরিয়ামকে কাজে লাগান। বাড়ি দেখতে সুন্দর লাগে ঠিকই। তবে ফেংশুই মতে, বাড়িতে যেখানে সেখানে অ্যাকোরিয়াম রাখা অনুচিত। তার ফলে সংসারের শ্রীবৃদ্ধিতে বিঘ্ন ঘটতে পারে। তাই জেনে নিন বাড়িতে অ্যাকোরিয়াম রাখার ক্ষেত্রে ঠিক কী কী নিয়ম মানা প্রয়োজন।

Advertisement

অ্যাকোরিয়াম রাখার আদর্শ জায়গা:
*
আপনি চাকরি করেন নাকি ব্যবসা? কেরিয়ারের উন্নতিতে বাড়ির উত্তর দিকে রাখুন অ্যাকোরিয়াম। তাতে আরও শ্রীবৃদ্ধি হবে। বাড়বে আয়।
* পারিবারিক অশান্তি কেউই চান না। সংসারের সকলের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় থাকে তাই অ্যাকোরিয়াম বাড়ির পূর্ব দিকে রাখা উচিত।
* বাড়িতে কি স্কুল কিংবা কলেজ পড়ুয়া কেউ রয়েছে? তবে ফেংশুই মতে অবশ্যই উত্তর পূর্ব দিকে রাখা উচিত অ্যাকোরিয়াম। তাতে পড়ুয়ার আরও উন্নতি হবে।

বাড়ির কোন দিকে ভুলেও রাখবেন না অ্যাকোরিয়াম:
* ভুলেও বাড়ির দক্ষিণ দিকে অ্যাকোরিয়াম রাখবেন না। তাতে শ্রীবৃদ্ধির বদলে সংসারের ক্ষতি হতে পারে।
* বাড়ির রান্নাঘরের আশেপাশে অ্যাকোরিয়াম না রাখাই ভালো। তাতে শারীরিক সমস্যা হতে পারে।
* ভুলেও শোওয়ার ঘরে রাখবেন না অ্যাকোরিয়াম। ফেংশুই মতে, তাতে দাম্পত্য সম্পর্ক নষ্ট হতে পারে।
* ফেংশুই মতে, স্নানঘর সবচেয়ে বেশি অপবিত্র। তাই ভুলেও শৌচালয়ের আশেপাশে তা রাখবেন না।

অ্যাকোরিয়ামে ক'টি মাছ রাখা উচিত:
অ্যাকোরিয়ামে ক'টি মাছ রাখা হচ্ছে, ফেংশুই মতে তার উপরেও নির্ভর করে শ্রীবৃদ্ধি। ফেংশুই বিশেষজ্ঞদের মতে, আটটি গোল্ডফিশ রাখলে নাকি নেতিবাচক শক্তিকে সংসার থেকে দূরে রাখা সম্ভব। তাই অবশ্যই তা রাখা প্রয়োজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনেকেই এখন গৃহসজ্জায় অ্যাকোরিয়ামকে কাজে লাগান। বাড়ি দেখতে সুন্দর লাগে ঠিকই।
  • তবে ফেংশুই মতে, বাড়িতে যেখানে সেখানে অ্যাকোরিয়াম রাখা অনুচিত।
  • তার ফলে সংসারের শ্রীবৃদ্ধিতে বিঘ্ন ঘটতে পারে।
Advertisement