shono
Advertisement
Washing Machine

শুধু জামাকাপড়ই নয়, জানেন কি আরও অনেক কিছুই কাচতে পারেন ওয়াশিং মেশিনে

অনেকেই ভাবেন জামাকাপড় ছাড়া আর কিছুই কাচা যায় না ওয়াশিং মেশিনে।
Published By: Sayani SenPosted: 07:55 PM Jan 19, 2025Updated: 07:55 PM Jan 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে জামাকাপড় কাচতে পছন্দ করেন না অনেকেই। তাই সেক্ষেত্রে ওয়াশিং মেশিনই প্রথম পছন্দ। অনেকেই ভাবেন জামাকাপড় ছাড়া আর কিছুই কাচা যায় না ওয়াশিং মেশিনে। সে কারণে গেরস্থালির বহু সামগ্রীই হাতে কেচে নেন বহু গৃহিণী। তবে সে সব অতীত, জানেন কী পোশাক আশাক ছাড়াও গেরস্থালি আরও বহু সামগ্রীই কাচা যায় ওয়াশিং মেশিনে।

Advertisement

বাড়ির দরজা, জানলায় থাকা পর্দা অনায়াসে ওয়াশিং মেশিনে কাচতে পারেন। কিন্তু তার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। সেক্ষেত্রে পর্দার উপরের অংশের লাগানো থাকা রিংগুলিকে একটি দড়ির সাহায্যে বেঁধে নিতে হবে। তারপর তা ওয়াশিং মেশিনে কাচতে দিতে হবে। তাতে পর্দার কোনও ক্ষতি হবে না।

আপনার ব্যবহার করা ব্যাগও ওয়াশিং মেশিনে কাচতে পারেন। আগে দেখে নেবেন ব্যাগের ভিতরে যেন পেন, পেনসিল জাতীয় কোনও ছোট জিনিসপত্র থেকে না যায়। ব্যাগ কাচতে দেওয়ার সময় ভিতরে তোয়ালে রেখে দেবেন। তাতে ব্যাগের আকারের কোনও বদল হওয়ার সম্ভাবনা থাকে না।

আপনার বাড়িতে কি খুদে সদস্য রয়েছে? তবে তো সফট টয় থাকবেই। সেই সফট টয় ওয়াশিং মেশিনে কাচতে পারেন। সেক্ষেত্রে কিছুটা বড় আকারের বালিশের কভার নিন। ওই বালিশের কভারের মধ্যে সফট টয়গুলি ঢুকিয়ে দিন। মুখটা ভালো করে বেঁধে ফেলুন। তারপর ওয়াশিং মেশিনে কাচতে দিন। তাতে সফট টয়গুলির কোনও ক্ষতি হবে না।

পোষ্যের গলার বেল্টও আপনি ওয়াশিং মেশিনে কাচতে পারেন। তবে আগে ব্রাশ দিয়ে ভালো করে বেল্টটি পরিষ্কার নিন। জীবাণুর হাত থেকে পোষ্যকে রক্ষা করতে চেষ্টা করুন গরম জল দিয়ে কাচতে। পরে কড়া রোদে তা শুকিয়ে নিন।

শরীরচর্চার জন্য যোগাসন করেন অনেকেই। ওই যোগা ম্যাটও চাইলে ওয়াশিং মেশিনে কাচতে পারেন। অবশ্যই ঠান্ডা জলে জেন্টল সাইকেল মোডে কাচতে হবে। জলে এক চা চামচ হোয়াইট ভিনিগার দিতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জামাকাপড় ছাড়া আর কিছুই কাচা যায় না ওয়াশিং মেশিনে।
  • সে কারণে গেরস্থালির বহু সামগ্রীই হাতে কেচে নেন বহু গৃহিণী।
  • ব্যাগ, পোষ্যের বেল্ট, সফট টয় কাচতে পারেন ওয়াশিং মেশিনে।
Advertisement