সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা ভারতে প্রশংসিত হয়েছে ঋষভ শেট্টির ‘কান্তারা’ (Kantara)। এতদিনে তা দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দাক্ষিণাত্যের জনপ্রিয় সিনেমা দেখে মুগ্ধ তিনি। অর্জন করলেন বিশেষ জ্ঞান।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘কান্তারা’। নেটদুনিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী, ১৬ কোটি টাকা বাজেটের সিনেমাটি প্রায় ৩২৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ২০২২ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলির (কেজিএফ চ্যাপ্টার ২, RRR, ব্রহ্মাস্ত্র) মধ্যে সপ্তম স্থানে রয়েছে এই ছবি। এই সাফল্য পেতে ছবির নায়ক তথা পরিচালক ঋষভ শেট্টিকে চূড়ান্ত পরিশ্রম করতে হয়েছে। আবার দৈব কোলা বা বুটা কোলার মতো পবিত্র নাচের দৃশ্য শুটিং করার প্রায় এক মাস আগে থেকে আমিষ খাওয়া একেবারে ছেড়ে দিয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: খুন নাকি অভিশাপ? ‘শ্বেতকালী’ ট্রেলারে রহস্য সমাধান করতে মরিয়া ঐন্দ্রিলা-সাহেব-সৌরভ]
কর্ণাটক সম্পর্কে বক্তব্য রাখতে গিয়েই ‘কান্তারা’ ছবির প্রসঙ্গ তোলেন অমিত শাহ। তিনি বলেন, “সদ্য কান্তারা ছবিটি দেখলাম। আর ছবিটি দেখার পরই বুঝলাম এই রাজ্যের (কর্ণাটক) ঐতিহ্য কতটা সমৃদ্ধ। সারা দেশে এমন গুটিকয়েক স্থানই রয়েছে যেখানে প্রতিকূলতার মধ্যেও চাষাবাদ করে অর্থ রোজগার করা হয় আর তার মাধ্যমে দেশের আয় বৃদ্ধি হয়। “
উল্লেখ্য, আগামী মে মাসেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রাজ্যে এখন বিজেপির মুখ্যমন্ত্রীই রয়েছেন। তবে ভোটের আগে প্রচারে খামতি রাখতে রাজি নন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। তাই এমন সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘কান্তারা’ সিনেমার প্রশংসা করা বেশ ইঙ্গিতবহ বলেই মনে করা হচ্ছে। নিন্দুকরা বলছেন, দক্ষিণী এই ছবির প্রশংসা করেই কর্ণাটকবাসীর মন পেতে চাইছেন বিজেপির শীর্ষ নেতা।