সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর (Bengaluru) এক সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টরকে তরোয়ালের আঘাতে খুন করার অভিযোগ উঠেছে সেখানকারই এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়া খুনের আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসে অপরাধের ইঙ্গিত দিয়েছিলেন অভিযুক্ত। লেখেন, “শুধু খারাপ লোকেদেরই মারি।”
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ উত্তর-পূর্ব বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থা এরোনিক্স ইন্টারনেট প্রাইভেট লিমিটেডে হামলা করে তিন দুষ্কৃতীর এক দল। ওই দলের নেতৃত্বে ছিলেন সংস্থার প্রাক্তন কর্মী শবরীশ। তিনি তরোয়াল হাতে সিইও বীনু কুমার ও ম্যানেজিং ডিরেক্টর ফণীন্দ্র সুব্রহ্মণ্যমকে খুন করেন বলেই অভিযোগ। দুই আক্রান্ত ওই বিল্ডিংয়ের দোতলা ও তিনতলায় ছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত শবরীশ ওরফে ‘জোকার ফিনিক্স’ সোশ্যাল মিডিয়ায় একজন ইনফ্লুয়েন্সার হিসেবে জনপ্রিয়।
[আরও পড়ুন: বিয়ের দিনই প্রবল বর্ষণে রাস্তায় ধস, উপায় না পেয়ে অনলাইনেই শুভদৃষ্টি হিমাচলের যুগলের]
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থায় যখন কর্মরত ছিলেন শবরীশ, তখনই থেকেই এমডি ফণীন্দ্র সিইও বিনু সঙ্গে বনিবনা ছিল না। এর ফলেই চাকরি ছাড়েন তিনি। এর পর দুই সঙ্গী বিনয় এবং সন্তোষকে নিয়ে নতুন সংস্থা খোলেন। যদিও ফণী এবং বিনুর সঙ্গে ঝামেলা এখানেই থামেনি। কারণ শবরীশের সংস্থার একাধিক কর্মীকে বেশি টাকার লোভ দেখিয়ে নিজেদের সংস্থায় নিয়ে যান ফণী এবং বিনু। এই কারণেই তাঁদের খুনের পরিকল্পনা করেন শবরীশ। তারপরেই মঙ্গলবারের ঘটনা। বুধবার শবরীশ এবং তাঁর দুই সঙ্গী বিনয় রেড্ডি এবং সন্তোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।