shono
Advertisement
Rishabh Pant

চেন্নাই টেস্টে আজব কাণ্ড, বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন 'অধিনায়ক' পন্থ!

কী করলেন ভারতের উইকেটকিপার? দেখুন ভিডিও।
Published By: Arpan DasPosted: 02:38 PM Sep 21, 2024Updated: 03:39 PM Sep 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক কে? ক্রিকেটপ্রেমীদের উত্তর দিতে দেরি হবে না। নাজমুল হোসেন শান্ত। কিন্তু চেন্নাই টেস্টে দেখা গেল অদ্ভুত দৃশ্য। শান্ত তো মাঠে রইলেনই। তবু বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ভারতের ঋষভ পন্থ (Rishabh Pant)।

Advertisement

হ্যাঁ। বাংলাদেশের বিরুদ্ধে বহু ভূমিকায় অবতীর্ণ পন্থ। কখনও তিনি উইকেটের পিছনে বিশ্বস্ত হাত, কখনও বা রাজকীয় সেঞ্চুরিতে জানিয়ে দেন প্রত্যাবর্তনের বার্তা। আবার তাঁকেই দেখা গেল বাংলাদেশের 'অধিনায়ক' হিসেবে! কীরকম হল ব্যাপারটা?

শাকিবদের বিরুদ্ধে তখন তাণ্ডব চালাচ্ছেন পন্থ। তৃতীয় দিনের শুরুতে ম্যাচের (IND vs BAN) রাশ তখন সম্পূর্ণভাবে হাতে তুলে নিয়েছে ভারত। সঙ্গে রয়েছেন শুভমান গিল। আর সেই সময়ই দেখা গেল আজব দৃশ্য। এক হাতে ব্যাট, আরেক হাতে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন পন্থ। স্ট্যাম্প মাইকে শোনা যায় ঋষভ বলছেন, "আরে একজন তো এদিকে আসবে। এখানে একজন ফিল্ডার কম আছে।" আর মজার বিষয়, তাতে সায় দেন বাংলাদেশ অধিনায়ক শান্তও। একজন ফিল্ডারকে দেখা যায় ঋষভের দেখানো দিকে ছুটে যেতে।

ঋষভকে যদিও প্রায়ই দেখা যায়, মাঠে মজার কাণ্ডকারখানা করতে। কখনও সেটাই বাড়তি চাপ তৈরি প্রতিপক্ষের উপর। যেমন দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আবার অনেকের মনে পড়ছে, মহেন্দ্র সিং ধোনির কথা। তিনিও এর আগে বিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন।

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতেও সফল পন্থ। দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন তিনি। ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। এই নিয়ে ৬টি টেস্ট সেঞ্চুরি হয়ে গেল পন্থের। ঘটনাচক্রে ধোনিরও টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৬। সেখানেও কিংবদন্তির পাশে গিয়ে বসলেন পন্থ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক কে? ক্রিকেটপ্রেমীদের উত্তর দিতে দেরি হবে না। নাজমুল হোসেন শান্ত।
  • কিন্তু চেন্নাই টেস্টে দেখা গেল অদ্ভুত দৃশ্য। শান্ত তো মাঠে রইলেনই।
  • তবু বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ভারতের ঋষভ পন্থ।
Advertisement