সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি ইস্যুতে ফের কানাডাকে একহাত নিল ভারত। সম্প্রতি সেদেশের এক শহরে ফের খলিস্তানি নেতাদের ছবি টাঙানো হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে নয়াদিল্লির তোপ, যে দেশ আইনের শাসনকে মানে তারা বাকস্বাধীনতার আড়ালে এভাবে কট্টরপন্থীদের প্রশ্রয় দেয় না।
বিদেশমন্ত্রক যে বিবৃতি পেশ করেছে সেখানে বলা হয়েছে, 'হিংসার উদযাপন ও স্তুতি কোনও সভ্য সমাজের অংশ হতে পারে না। যে গণতান্ত্রিক দেশগুলো আইনের শাসনকে সম্মান করে তারা বাকস্বাধীনতার আড়ালে কট্টরপন্থীদের এভাবে প্রশ্রয় দিতে পারে না।' সেই সঙ্গেই কানাডার কাছে নয়াদিল্লির আর্জি, অপরাধী ও বিচ্ছিন্নতাবাদীদের নিরাপদ আশ্রয় প্রদান ও রাজনৈতিক স্থান দেওয়া বন্ধ করুক তারা।
[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]
সেই সঙ্গে কেন্দ্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা বার বার আমাদের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কানাডার চরমপন্থীদের সহিংস আচরণের বিষয়ে আমাদের দৃঢ় উদ্বেগ প্রকাশ করেছি। গত বছর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারীদের ছবি নিয়েও মিছিল হয়েছে। ভারতের কূটনীতিকদের ছবি নিয়েও মিছিল হয়েছে তাঁদের বিরুদ্ধে হিংসার হুমকি দিয়ে।'
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বার বার কানাডা ও ভারতের মধ্যে খলিস্তানি ইস্যু নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবারই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) দাবি করেন, কানাডায় (Canada) আইনের শাসন রয়েছে। দেশের সমস্ত নাগরিককে সুরক্ষিত রাখাই সেই শাসনের মূল উদ্দেশ্য। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় কানাডায় গ্রেপ্তার হয়েছে তিন ভারতীয় নাগরিক। তার পরই এই মন্তব্য করেন ট্রুডো। এবার বিদেশমন্ত্রক তোপ দাগল কানাডাকে।